ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

টু ক রো খ ব র

প্রকাশিত: ০১:০২, ২৬ এপ্রিল ২০২০

টু ক রো  খ ব র

৫ লাখ টাকা প্রণোদনা দেবে ‘নগদ’ ‘নগদ’ বিশ্বাস করে ‘মানুষ বাঁচলে দেশ বাঁচবে’। সেই বিশ্বাস থেকে সব উদ্যোক্তা, পরিবেশক, বিক্রয়কর্মীসহ বাংলাদেশ ডাক বিভাগের আর্থিক লেনদেন সেবা নগদ পরিবারের প্রায় দুই লাখ সদস্যের চিকিৎসার দায়িত্ব নিয়েছে ‘নগদ’। এ সময়ে ‘নগদ’ পরিবারের সঙ্গে সরাসরি সম্পৃক্ত কেউ করোনাভাইরাসে আক্রান্ত হলে তার চিকিৎসার জন্য ৫ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেবে ‘নগদ’ কর্তৃপক্ষ। দেশ এখন গভীর সঙ্কটে। করোনাভাইরাসের কারণে অফিস, ব্যবসা-বাণিজ্য সবকিছুই থমকে গেছে। এত কিছুর পরও ‘নগদ’ দেশ, মানুষ আর নিজের কর্মীদের জন্য নিয়েছে নানা রকম মানবিক পদক্ষেপ। সামাজিক দূরত্বের কারণে একজন আরেকজনের কাছ থেকে দূরে। কিন্তু ‘নগদ’ মনে করে মানবিকভাবে একে অন্যের পাশে দাঁড়ানোর এটাই শ্রেষ্ঠ সময়। ‘নগদ’ তার জায়গা থেকে শেষ পর্যন্ত মানুষ ও দেশের জন্য নিরলসভাবে কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ। মানুষের পাশে থাকার সেই প্রত্যয় থেকে এ দুর্যোগের সময়েও মানুষের ভোগান্তি কমাতে এবং মানুষের কাছে আর্থিক সেবা পৌঁছে দিতে ‘নগদ’-এর উদ্যোক্তা, পরিবেশক, বিক্রয়কর্মীসহ প্রতিষ্ঠানটির কর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ৫ মে পর্যন্ত শেয়ারবাজার বন্ধ সরকার ঘোষিত সাধারণ ছুটির সঙ্গে সংগতি রেখে আগামী ৫ মে পর্যন্ত দেশের পুঁজিবাজারও বন্ধ থাকবে। এ সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেন ও সেটেলমেন্ট কার্যক্রমসহ সব দাফতরিক কাজ বন্ধ থাকবে। ২৩ এপ্রিল জারি করা নতুন একটি প্রজ্ঞাপনে জানানো হয়েছে, দেশে নোভেল করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় সরকার সাধারণ ছুটির মেয়াদ ৫ মে পর্যন্ত বাড়িয়েছে। সরকারের এ সিদ্ধান্তে সঙ্গে সঙ্গতি রেখে ওইদিন পর্যন্ত ডিএসই ও সিএসইতে লেনদেন, সেটেলমেন্টসহ সব কার্যক্রম বন্ধ থাকবে বলে উভয় এক্সচেঞ্জের পক্ষ থেকে জানানো হয়েছে। রাশিয়ায় গমের রফতানি মূল্যে উর্ধগতি রাশিয়া বিশ্বের শীর্ষ গম রফতানিকারক দেশ। ভুট্টা, যবসহ অন্যান্য শস্য রফতানিতেও আন্তর্জাতিক বাজারে দেশটির অবস্থান বেশ দৃঢ়। তবে নোভেল করোনাভাইরাস প্রকোপের মধ্যে অভ্যন্তরীণ বাজারে আটা-ময়দা এবং রুটির দাম ও সরবরাহ স্বাভাবিক রাখতে দেশটি চলতি মাস থেকে ৩০ জুন পর্যন্ত গমসহ অন্যান্য শস্য রফতানির নির্দিষ্ট কোটা বেঁধে দেয়। রাশিয়ার কৃষি মন্ত্রণালয় এ সময়ে ব্যবসায়ীদের মোট ৭০ লাখ টন গম রফতানির অনুমতি দিয়েছে। তবে দেশটি থেকে খাদ্যপণ্যটির রফতানি অপ্রত্যাশিতভাবে বাড়ছে। এতে আগামী মাসের মাঝামাঝিতেই এ কোটা পূর্ণ হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। খবর বিজনেস রেকর্ডার। ফ্রি অন বোর্ড চুক্তিতে সর্বশেষ সপ্তাহে রাশিয়ায় উৎপাদিত ১২ দশমিক ৫ শতাংশ প্রোটিনসমৃদ্ধ গমের রফতানি মূল্য আগের সপ্তাহের তুলনায় ৬ ডলার বেড়ে টনপ্রতি গড়ে ২৩১ ডলারে উঠেছে। দেশটির শস্যবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান সভইকন সম্প্রতি এ তথ্য জানিয়েছে। একই সময়ে উর্ধমুখী থাকতে দেখা গিয়েছে যবের দামও। সর্বশেষ সপ্তাহে রাশিয়ায় যবের রফতানি মূল্য দাঁড়িয়েছে টনপ্রতি গড়ে ১৮০ ডলারে, যা আগের সপ্তাহের তুলনায় ৩ ডলার বেশি। অর্থনীতি ডেস্ক
×