ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আইসিসির সভায় যা আলোচনা হলো

প্রকাশিত: ০০:৫৯, ২৬ এপ্রিল ২০২০

আইসিসির সভায় যা আলোচনা হলো

স্পোর্টস রিপোর্টার ॥ করোনাভাইরাসের কারণে একের পর এক সিরিজ, টুর্নামেন্ট স্থগিত করতে বাধ্য হয়েছে ক্রিকেট বোর্ডগুলো। শঙ্কা রয়েছে অক্টোবর-নবেম্বরের টি-২০ বিশ্বকাপও নিয়েও। বিশ্বকাপ, স্থগিত হওয়া সিরিজ আর ভবিষ্যৎ সূচী নিয়ে সমাধানে ভিডিও কনফারেন্সের আয়োজন করে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। যেখানে যোগ দিয়েছিলেন ১২টি পূর্ণ সদস্য ও ৩টি সহযোগী সদস্যের প্রধান নির্বাহী। এই সভায় সবার কেন্দ্রবিন্দু ছিল টি-২০ বিশ্বকাপ ও টেস্ট চ্যাম্পিয়নশিপের দিকে। কিন্তু এসব নিয়ে কোন সিদ্ধান্তই হয়নি। আলোচনা হয়েছে, স্থগিত হয়ে যাওয়া দ্বিপাক্ষিক সিরিজ ও ২০২৩ সাল পর্যন্ত আইসিসির ভবিষ্যৎ সূচী নিয়ে। আইসিসির মতে, এসব নিয়ে আবার পুনর্বিবেচনা করবে তারা, ‘মেয়েদের ক্রিকেট বিশ্বকাপ ২০২২ সহ সকল আইসিসি আসর নিয়ে পুনর্বিবেচনা করা হবে।’ কিন্তু টি-২০ বিশ্বকাপ ও টেস্ট চ্যাম্পিয়নশিপের ভবিষ্যৎ কি? এ নিয়ে আইসিসি আবার আলোচনায় বসবে বলে জানিয়েছে। এর মানে বিশ্বকাপ নির্দিষ্ট সময়ে আয়োজনের পরিকল্পনা রয়েছে বলা যায়। টি-২০ বিশ্বকাপ আয়োজনে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) যেভাবে প্রস্তুতি নিয়ে এগিয়ে যাচ্ছে, আইসিসি তাতে বাধা দিচ্ছে না। টুর্নামেন্টটি যথাসময়ে হবে ধরে নিয়েই সবকিছু করা হচ্ছে। আইসিসির প্রধান নির্বাহী মানু শাহনে বলেন, ‘এমন দুর্যোগের ভেতরও যে সবাই (প্রধান নির্বাহী) একত্র হয়েছেন এই সভার এর জন্য আমি কৃতজ্ঞতা জানাই। এই বিপর্যয়ের ফলে যে পরিমাণ খেলা বাদ পড়েছে এটা পূরণে কাজ করে যাবে বলে একমত হয়েছে। এছাড়াও আমরা সকলে একত্র হয়ে কাজ করে আইসিসির ইভেন্ট ও দ্বিপাক্ষিক সিরিজগুলো খেলার সর্বোচ্চ চেষ্টা করব।’ চলে গেলেন গ্রায়েম ওয়াটসন স্পোর্টস রিপোর্টার ॥ দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়ে ৭৫ বছর বয়সে মারা গেছেন অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার গ্রায়েম ওয়াটসন। অসিদের হয়ে পাঁচ টেস্ট ও দুটি ওয়ানডে খেলেছেন মিডিয়াম পেসের সঙ্গে মিডলঅর্ডারে ব্যাট করা অলরাউন্ডার। ১৯৬৬-৬৭ সালে তৎকালীন রোডেশিয়া (জিম্বাবুয়ে) ও সাউথ আফ্রিকা সিরিজে ডাগ ওয়াল্টারের বদলি হিসেবে দলে ডাক পান ওয়াটসন। সাউথ আফ্রিকা সিরিজে দ্বিতীয় টেস্টে অভিষেক হয়। অভিষেকে প্রথম ইনিংসে ৫০ রান করেন। বল হাতে কোন উইকেট পাননি। চোটের কারণে দ্বিতীয় ইনিংসে নামাই হয়নি তার। ক্যারিয়ারজুড়ে চোটের সঙ্গে লড়াই করেছেন ওয়াটসন। ১৯৭১-৭২ সালে ওয়ার্ল্ড সিরিজে টনি গ্রেগের বিমারে নাক ভেঙ্গে গেলে চিকিৎসকরা তাকে অবসরে যেতে বলেছিলেন।
×