ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ক্ষুধার্তদের পাশেও কোহলির সতীর্থ ডি ভিলিয়ার্স

প্রকাশিত: ০০:৫৯, ২৬ এপ্রিল ২০২০

ক্ষুধার্তদের পাশেও কোহলির সতীর্থ ডি ভিলিয়ার্স

স্পোর্টস রিপোর্টার ॥ মহামারী করোনায় কাঁপছে বিশ্ব। মরণভাইাসের ছোবল থেকে কোনো দেশ, কোনো জাতি রক্ষা পাচ্ছে না। ভারতেও ক্রমশ বেড়ে চলেছে আক্রান্ত এবং মৃতের সংখ্যা। দীর্ঘদিন ধরে চলছে লকডাউন। দেড়শ’ কোটিরও বেশি জনসংখ্যার দেশটিতে বাড়ছে অসহায় আর ক্ষুধার্ত মুখ। কপিল দেব থেকে সৌরভ গাঙ্গুলি, শচীন টেন্ডুলকর থেকে বিরাট কোহলিÑ যে যেভাবে পারছেন মানুষের জন্য কাজ করছেন। কঠিন এ সময়ে ভারত অধিনায়কের পাশে থাকতে চান এবি ডি ভিলিয়ার্স। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ২০১৬Ñএ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে গুজরাট লায়ন্সের বিপক্ষে দু’জনেই সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। ৫৫ বলে ১০৯ রান করেছিলেন কোহলি, ৫২ বলে অপরাজিত ১২৯ এবি ডি ভিলিয়ার্স। বিশাল জনসংখ্যার দেশ ভারতে এখন অনেকেই দু’বেলা দুমুঠো খাবার যোগার করতে পারছেন না। অসহায়দের পাশে দাঁড়াতে ওই ম্যাচের ব্যাট এবং জার্সি নিলামে তুলতে চান দুই দেশের দুই সুপারস্টার ক্রিকেটার। ‘২০৬ আইপিএলে গুজরাটের বিপক্ষে আমরা দুজনেই সেঞ্চুরি করেছিলাম। বিরাট চলো, ওই ম্যাচের ব্যাট, জার্সি অনলাইনে নিলামে তুলে দেই। সেখান থেকে সংগ্রহ করা অর্থ কাজে লাগানো যাক, দুই দেশের খাদ্য সঙ্কটে পড়া মানুষদের জন্য।’ ইনস্টাগ্রাম লাইভ চ্যাটে বলেন ডিভিলিয়ার্স। যেখানে কোহলিও অংশ নেন। ভারত অধিনায়ক ও সময়ের সফল ব্যাটসম্যানের জবাব, ‘ঠিকই বলেছো এবি। করোনায় আক্রান্ত মানুষদের সঙ্গে খাদ্য সঙ্কটে পড়া মানুষদের পাশেও দাঁড়ানো যাবে। নিলাম থেকে সংগ্রহ করা অর্থ তুলে দেয়া যাবে স্বেচ্ছাসেবী সংস্থায়।’ পরিস্থিতির উন্নতি হবে এমন প্রত্যাশা সুপার কোহলির,‘আশা করি দ্রুতই এই সঙ্কট কাটিয়ে উঠব। আমাদের একটু ধৈর্য ধরতে হবে।’ আইপিএলে প্রতিনিয়ত তারকা ক্রিকেটারদের দল বদলাতে দেখা যায়। সেখানে বছরের পর বছর বেঙ্গালুরুতে খেলে যাচ্ছেন কোহলি, খেলতে চান ক্যারিয়ারের শেষ পর্যন্ত, ২০০৮ সালে যেদিন প্রথম বেঙ্গালুরুর হয়ে খেলেছিলাম ওই ছবিটা গত সপ্তাহে ইনস্টাগ্রামে দিয়েছিল ক্লাবটি। এখন ২০২০ সাল। এত দিন ধরে খেলছি এই ক্লাবে। সত্যি এটা একটা অসাধারণ সফর। অনুর্ধ-১৯ বিশ্বকাপে ভারতকে ট্রফি জিতিয়েই বেঙ্গালুরুতে নাম লেখান কোহলি। এক বছর পর জায়গা করে নেন জাতীয় দলে। বেঙ্গালুরুর হয়েই টুর্নামেন্টের সর্বোচ্চ রানের মালিক হয়েছেন। কিন্তু অধরা ট্রফিটা এনে দিতে পারেননি। কিন্তু তারপরও বেঙ্গালুরুর প্রতি আবেগটা দিনকে দিন শুধুই বেড়েছেই কোহলির। পারফরম্যান্স দিয়ে একটু একটু করে ভারতের হৃদয় হয়ে উঠেছেন, এবার চিরদিনের জন্যই ঢুকতে চাইছেন বেঙ্গালুরুর হৃদয়ে। ইনস্টাগ্রাম লাইভে ভারত ও দক্ষিণ আফ্রিকা মিলিয়ে একটি দলও গড়েছেন দুজনেÑমহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), শচীন টেন্ডুলকার, রোহিত শর্মা, বিরাট কোহলি, ডিভিলিয়ার্স, জ্যাক ক্যালিস, যুবরাজ সিং, যুবেন্দ্র চাহাল, ডেল স্টেইন, যাশপ্রীত বুমরাহ ও কাগিসো রাবাদা।
×