ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রোজা রেখেও অনুশীলন অব্যাহত মুশফিকের

প্রকাশিত: ০০:৫৬, ২৬ এপ্রিল ২০২০

রোজা রেখেও অনুশীলন অব্যাহত মুশফিকের

স্পোর্টস রিপোর্টার ॥ করোনাভাইরাসের প্রভাবে ক্রিকেটাররা মাঠে গিয়ে অনুশীলন করতে পারছেন না। খেলাও বন্ধ রয়েছে। তাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে দেয়া নির্দেশনা মোতাবেক ফিটনেস ঠিক রাখতে সেভাবেই নিজ নিজ ঘরে কার্যক্রম অব্যাহত রেখেছেন ক্রিকেটাররা। ঘরেই অনুশীলন চালিয়ে যাচ্ছেন তারা। বিভিন্ন সময়েই তা সংবাদমাধ্যমে এসেছে। শনিবার শুরু হয়েছে পবিত্র মাহে রমজান। তবে এদিনও থেমে থাকেননি মুশফিকুর রহিম। রোজা রেখেই নিজের ঘরে শারীরিক কসরত ও অনুশীলন চালিয়ে যাচ্ছেন তিনি। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ব্যায়ামের ভিডিও পোস্ট করেছেন তিনি এবং ক্যাপশনে লিখেছেন রোজার জন্য অনুশীলন ফাঁকা রাখতে চান না তিনি। এখন টানা অবসর ক্রিকেটারদের। এই সময়ে ফিট থাকাটাই চ্যালেঞ্জ তাদের জন্য। শনিবার থেকে আবার শুরু হয়েছে রোজা। ঘরেও অনুশীলন চালিয়ে যাওয়া তাই কঠিন হয়ে পড়েছে। কিন্তু ব্যতিক্রম মুশফিক। তিনি রোজা রেখেও চালিয়ে যাচ্ছেন অনুশীলন। সেই ভিডিও ফেসবুকে শেয়ার করে তিনি লিখেছেন,‘রোজা কোন অজুহাত হতে পারে না। আলহামদুলিল্লাহ রোজা রেখেছি এবং কঠোর পরিশ্রম করছি। সবাই নিরাপদে বাসাতে থাকুন এবং একে অপরের জন্য দোয়া করুন।’ কিছুদিন আগেও ফেসবুকে আরেকটি ভিডিও পোস্ট করেন মুশফিক। যেখানে দেখা যায় শারীরিক কসরতের পাশাপাশি ব্যাটিং অনুশীলনও করছেন তিনি।
×