ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

স্মারক নিলামে তুলছেন সব ক্রিকেটার

প্রকাশিত: ০০:৫৩, ২৬ এপ্রিল ২০২০

স্মারক নিলামে তুলছেন সব ক্রিকেটার

স্পোর্টস রিপোর্টার ॥ করোনাভাইরাসের প্রাদুর্ভাবে দেশের অসহায় মানুষ না খেয়ে দিন পার করছে। এমনও হচ্ছে। গরিব, দুস্থ, অসহায়রা মহাবিপদে পড়েছেন। তাদের পাশে দাঁড়াতে সব ক্রিকেটারই নিজেদের স্মারক নিলামে তোলার ভাবনা করেছেন। দিন দিন নিজেদের ব্যাট-জার্সি-ক্যাপ, আরও কতকিছু স্মারক নিলামে তোলার জন্য এগিয়ে আসছেন ক্রিকেটাররা। বিক্রি হওয়া স্মারকগুলো থেকে যে অর্থ মিলবে। তা করোনার বিরুদ্ধে লড়াইয়ে অসহায়দের জন্য কাজে লাগানো হবে। ব্যাট-জার্সি নিলামে তোলার কথা সবার আগে বলেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। মুশফিকুর রহিম সবার আগে নিজের ব্যাট নিলামে তোলার কথা জানান। দেশের প্রথম ডাবল সেঞ্চুরিয়ান নিজের প্রথম ডাবল সেঞ্চুরি করা ব্যাট নিলামে তোলার ঘোষণা দেন। ২০১৩ সালে শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে গলে ডাবল সেঞ্চুরি করেছিলেন। যা দেশের ব্যাটসম্যানদের মধ্যে প্রথম ডাবল সেঞ্চুরি ছিল। তবে সবার আগে সাকিবের বিশ্বকাপের ঐতিহাসিক ব্যাটটি নিলামে ওঠানো হয়। ৫ লাখ টাকা ভিত্তিমূল্য ধরা হয়। তা বিক্রি হয় ২০ লাখ টাকায়। সাকিবের ব্যাট বিক্রি দেখে সব ক্রিকেটারই নিজেদের বিশেষ স্মারক নিলামে তুলতে চাচ্ছেন। সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা যেমন জার্সি ও বুট নিলামে উঠাবেন। ব্রেসলেট, কেডস নিলামে উঠাবেন। ‘অকশন ফর এ্যাকশন’ প্ল্যাটফর্মের মাধ্যমে সাকিব তার ব্যাট বিক্রি করেছেন। তেমনই এ প্ল্যাটফর্মের মাধ্যমেই সবার নিলামে তোলার কথা রয়েছে। সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলও তার অভিষেক ম্যাচের, বিশ্বরেকর্ড গড়া ঐতিহাসিক ব্যাট, ২০০৫ সালে ন্যাটওয়েস্ট সিরিজে অস্ট্রেলিয়াকে হারানোর দিনে সেঞ্চুরি করা ব্যাট নিলামে ওঠানোর কথা বলেছেন। তরুণ প্রজন্মের ক্রিকেটাররাও এগিয়ে আসছেন। আগেই জানা গিয়েছিল, আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ঝড়ো ফিফটির ইনিংস খেলা ব্যাট নিলামের জন্য দেবেন মোসাদ্দেক হোসেন সৈকত, ভারতের বিরুদ্ধে টি২০তে ৮১ রানের ইনিংস খেলা ব্যাট দেবেন মোহাম্মদ নাঈম শেখ। দলের অন্য ক্রিকেটাররাও দেবেন নিজেদের ব্যাট, গ্লাভস, হেলমেট কিংবা অন্যান্য সরঞ্জাম। এ ব্যাট, জার্সি, গ্লাভস, হেলমেটও নিলামে উঠবে। যে অর্থ মিলবে, তা সহায়তা দেয়া হবে। পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের কাছে সাকিব, বিরাট কোহলি ও বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির স্বাক্ষরিত বল আছে। সাইফউদ্দিন সেই বল নিলামে উঠাবেন। টপ অর্ডার ব্যাটসম্যান সৌম্য সরকার নিউজিল্যান্ডের বিরুদ্ধে রেকর্ড গড়ে ৯৪ বলে ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি করা ব্যাটটি দিচ্ছেন নিলামে। পেসার তাসকিন আহমেদও ২০১৭ সালে ডাম্বুলায় শ্রীলঙ্কার বিরুদ্ধে হ্যাটট্রিক করা ঐতিহাসিক বলটি নিলামের মঞ্চে তুলবেন। ওপেনার লিটন কুমার দাস এশিয়া কাপের ফাইনালে ভারতের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকানো ব্যাটও নিলামে তুলবেন। জাতীয় দলে বাইরে থাকা এনামুল হক বিজয় ২০১৬ সালে মিরপুরে পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপে সেঞ্চুরি হাঁকানো ব্যাটটি নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছেন। ক্রিকেটারদের এই ব্যাট-বল-জার্সি নিলামে উঠবে ‘অকশন ফর এ্যাকশন’-এর মাধ্যমে। সাকিব সেই ব্যবস্থা করে দিয়েছেন। দেশের সব ক্রিকেটারই নিজেদের স্মারকগুলো নিলামে তুলছেন। তোলার চেষ্টায় আছেন। নিলামে বিক্রি হওয়ার পর যে অর্থ মিলবে, তা অসহায়দের জন্য কাজে লাগানো হবে।
×