ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাওয়ায় সেনাবাহিনীর আরএফআইডি কার্ডে ত্রাণ বিতরণ

প্রকাশিত: ০০:৩০, ২৬ এপ্রিল ২০২০

মাওয়ায় সেনাবাহিনীর আরএফআইডি কার্ডে ত্রাণ বিতরণ

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জের মাওয়া আর্মি ক্যাম্প আরএফআইডি (রেডিও ফিকোয়েন্সি আইডেন্টিফিকেশন) কার্ডে ত্রাণবিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে মাওয়া বাজারের দক্ষিণ মেদিনীমন্ডল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এই ত্রাণবিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পদ্মা সেতুর ৯৯ কমপোজিট ব্রিগেডের কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল খন্দকার তৌহিদ মুরাদ। এ সময় আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলায় সেনাবাহিনীর কমান্ডিং অফিসার এবং মাওয়া আর্মি ক্যাম্পের কমান্ডার লে. কমান্ডার খন্দকার মুস্তাফিজুর রহমান। এই কার্ড সিস্টেমে কর্মহীন দরিদ্রদের সুশৃঙ্খলভাবে ত্রাণবিতরণের জন্য পাইলট প্রকল্প গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে শনিবার মাওয়া ও আশপাশের গ্রামের ৩শ’ পরিবারকে প্রথমে এই ত্রাণ দেয়া হলো।
×