ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রকাশক সমিতির প্রণোদনার আবেদন

প্রকাশিত: ০০:২৯, ২৬ এপ্রিল ২০২০

প্রকাশক সমিতির প্রণোদনার আবেদন

স্টাফ রিপোর্টার ॥ করোনা সংক্রমণে দেশে যে ক্রান্তিকাল চলছে এ পরিস্থিতিতে নিজেদের অস্তিত্ব রক্ষার্থে পুস্তক প্রকাশক ও বিক্রেতারা প্রণোদনা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছে। বই প্রকাশক ও বিক্রেতাদের প্রায় দুই লাখ পরিবারের জন্য তিনটি স্তরে প্রণোদনার কথা বলেছে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি। স্বল্পমেয়াদী অনুদান হিসেবে ১০০ কোটি টাকার আর্থিক অনুদান প্রদান, মধ্যমেয়াদী প্রস্তাবনায় প্রধানমন্ত্রী ঘোষিত সরকারী প্রণোদনা প্যাকেজ থেকে ৫০০ কোটি টাকার বিশেষ তহবিল ঘোষণা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনায় বঙ্গবন্ধু লাইব্রেরি, পাঠাগার বা লাইব্রেরিতে স্থাপিত বঙ্গবন্ধু কর্নারে বই কেনার জন্য আরও ৫০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাবনা দেয়া হয়।
×