ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকারের একলা চলো নীতির কারণে জনগণ ঝুঁকির মধ্যে ॥ ফখরুল

প্রকাশিত: ০০:২৭, ২৬ এপ্রিল ২০২০

সরকারের একলা  চলো নীতির  কারণে জনগণ  ঝুঁকির মধ্যে ॥ ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ মহামারী করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারের একলা চলো নীতির কারণে দেশের জনগণ ঝুঁকির মধ্যে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার দুপুরে বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে বিভিন্ন সময়ে গণতান্ত্রিক আন্দোলনে নিহত, গুম ও নির্যাতিত হওয়া দলীয় নেতাকর্মীদের পরিবারের সদস্যদের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত ঈদ উপহার বিতরণ করতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। সরকার দলীয় লোকদের চুরির সুযোগ দিচ্ছে- রিজভী ॥ সরকার দলীয় লোকদের নানা কৌশলে ত্রাণের মালামাল চুরি করার সুযোগ করে দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার সকালে রাজধানীর সূত্রাপুর রায়সাহেব বাজার মোড়ে কাজহীন অসহায় লোকদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এ অভিযোগ করেন। ছাত্রদলের সহ-সভাপতি ওমর ফারুক কাউসারের উদ্যোগে এই ত্রাণ বিতরণ করা হয়। কৃষকদের পাশে দাঁড়াতে হবে কৃষক দলের নেতাকর্মীদের - দুদু ॥ করোনা পরিস্থিতির কারণে অসহায় কৃষকের পাশে দাঁড়াতে কৃষক দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও কৃষক দলের আহ্বায়ক শামসুজ্জামান দুদু। শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি সংগঠনের সকল নেতাকর্মীদের উদ্দেশে বলেন, এই দুর্দিনে অসহায় কৃষকদের পাশে দাঁড়াতে হবে। দুদু বলেন, বর্তমান পরিস্থিতিতে কৃষি শ্রমিক সঙ্কট ও আর্থিক অনটনের কারণে কৃষকরা ধান কাটা, মাড়াই ও সংরক্ষণের অনিশ্চয়তার মধ্যে পড়েছে। এমন সঙ্কট মুহূর্তে কৃষক দলের নেতাকর্মীদের অসহায় কৃষকের পাশে দাঁড়াতে হবে।
×