ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ব্যবহৃত পিপিই, মাস্ক ও গ্লাভস বিক্রির দায়ে একজনের কারাদণ্ড

প্রকাশিত: ০০:২৩, ২৬ এপ্রিল ২০২০

ব্যবহৃত পিপিই, মাস্ক ও গ্লাভস বিক্রির দায়ে একজনের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার ॥ করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ব্যবহৃত ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই), মাস্ক ও হ্যান্ড গ্লাভস ধুয়ে পুনরায় বিক্রির দায়ে মনির হোসেন নামে একজনকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার মধ্য রাতে র‌্যাব সদর দফতরর নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে ভাটারা থানাধীন পাশেরটেক বালুরমাঠ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে দুই ট্রাক ব্যবহৃত মাস্ক, পিপিই ও হ্যান্ড গ্লাভস উদ্ধার করে। সারওয়ার আলম জানান, আমাদের কাছে খবর ছিল বিভিন্ন হাসপাতাল ও প্রতিষ্ঠানে ব্যবহৃত মাস্ক, হ্যান্ড গ্লাভস ও পিপিই সংগ্রহ করে একটি চক্র মজুদ করছে। পরে সেগুলো ধুয়ে আবার বাজারে ছাড়ছে। এমন খবরের ভিত্তিতে মধ্য রাতে ভাটারার পাশেরটেক বালুরমাঠ এলাকায় অভিযান চালিয়ে মনির নামে একজনকে আটক করা হয়েছে। এর সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে। তিনি জানান, চক্রটি এসব ব্যবহৃত সুরক্ষা সামগ্রী পরিষ্কার করে মিটফোর্ডে নিয়ে বিক্রি করছিল। সেখান থেকে সেগুলো পরে বাজারে যাচ্ছে। এখন পর্যন্ত দুই ট্রাকের বেশি এ ধরনের মাস্ক, হ্যান্ড গ্লাভস ও পিপিই পেয়েছি। তিনি আরও জানান, করোনাভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে বর্তমানে মাস্ক, পিপিই ও হ্যান্ড গ্লাভসের প্রচুর চাহিদা রয়েছে। আর এই সুযোগে একটি চক্র জীবন রক্ষাকারী এসব সরঞ্জাম নিয়ে ঘৃণ্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা ব্যবহৃত মাস্ক, পিপিই, হ্যান্ড গ্লাভস বিভিন্ন হাসপাতাল ও অন্যান্য স্থান থেকে সংগ্রহ করে ধুয়ে পুনরায় বাজারজাত করে আসছিল। ব্যবহৃত এসব সরঞ্জামাদির ফলে ভাইরাস প্রতিরোধের পরিবর্তে সংক্রমণের ঝুঁকি থেকে যায়। ডিএমপিকে পিপিইসহ সুরক্ষা সামগ্রী দিলেন আইজিপি স্টাফ রিপোর্টার ॥ করোনা সংক্রমণ রোধে দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যদের ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করার লক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) পিপিইসহ সুরক্ষা সামগ্রী দিয়েছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ। সংস্থাটির এআইজি (মিডিয়া) সোহেল রানা এসব তথ্য জনকণ্ঠকে নিশ্চিত করেছেন। শনিবার বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সে ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলামের কাছে আইজিপি এসব সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেন। বর্তমান করোনা পরিস্থিতিতে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে সব ইউনিটে ইতোমধ্যে প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী সরবরাহ করা হয়েছে। এছাড়া, সুরক্ষা সামগ্রী ক্রয়ের জন্য সব ইউনিটকে আর্থিক অনুদান দেয়া হয়েছে। তবুও চলমান করোনা পরিস্থিতিতে বর্তমান বাস্তবতায় পুলিশ সদস্যদের সুরক্ষা সামগ্রীর চাহিদা প্রতিনিয়ত বাড়ছে।
×