ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাদারীপুরে ভুয়া ম্যাজিস্ট্রেট গ্রেফতার

প্রকাশিত: ২৩:৪৩, ২৫ এপ্রিল ২০২০

মাদারীপুরে ভুয়া ম্যাজিস্ট্রেট গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ২৫ এপ্রিল ॥ মাদারীপুরে ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে প্রতারণা করে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে সাইফুল ইসলাম সেতু (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে তাকে শহরের শকুনি লেকপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ওই যুবক শহরের বাদামতলা এলাকার শেখ মিজানুর রহমানের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে সাইফুল ইসলাম সেতু সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। তিনি জেলার বিভিন্ন এলাকায় গিয়ে কখনও ম্যাজিস্ট্রেট, কখনও পুলিশ আবার কখনও র‌্যাব পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করত। সে বেশির ভাগ সময় ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে বিভিন্ন দোকানিকে সাজা দেয়ার কথা বলে টাকা হাতিয়ে নিত। শনিবার বেলা ১২টার দিকে শহরের বড়তলা এলাকা তিনটি মুদি দোকানে গিয়ে ম্যাজিস্ট্রেট পরিচয় দেয় সাইফুল। প্রথমে লিয়াকত আলীর মুদি দোকানে গিয়ে তার দোকান খোলা রাখার অভিযোগ এনে ওই ভুয়া ম্যাজিস্ট্রেট ৩৫ হাজার টাকা জরিমানা ধার্য করেন। এরপর পাশের রুবেল বেপারির দোকানে গিয়ে ২৫ হাজার টাকা ও শামীম বেপারির দোকানে গিয়ে ২৫ হাজার টাকা জরিমানা ধার্য করে। পরে দোকানিরা জরিমানার টাকা দিতে অপরাগতা প্রকাশ করলে সাইফুল দোকানিদের কাছে পণ্য চায়। এরপরেই প্রতারণার বিষয়টি বুঝতে পেরে দোকানিরা সাইফুলকে আটকের চেষ্টা করলে সাইফুল কৌশলে পালিয়ে যায়। পরে জেলা পুলিশের বিশেষ শাখার সহকারী উপ-পরিদর্শক গোলাম মওলা লেকেরপাড় থেকে সাইফুলকে আটক করে। এরপরে তাকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
×