ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বাউফলে একই পরিবারের পাঁচ করোনা রোগী শনাক্ত

প্রকাশিত: ২০:৩৩, ২৫ এপ্রিল ২০২০

বাউফলে একই পরিবারের পাঁচ করোনা রোগী শনাক্ত

নিজস্ব সংবাদদাতা, বাউফল ॥ বাউফলে একই পরিবারের পাঁচ করোনা রোগীকে অনত্র সরিয়ে নেয়ার দাবিতে ক্ষোভ করছে এলাকাবাসী। আজ শনিবার বেলা সারে ১১টার দিকে উপজেলার কালাইয়া বন্দরে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এরপর এলাকাবাসী গাছ, কাঠ ও বাঁশ ফেলে বন্দরের বিভিন্ন সড়ক অবরোধ করেন। জানা গেছে, গত ২০ এপ্রিল একই পরিবারের ৬ সদস্য নারায়নগঞ্জ থেকে রোগী সেজে এ্যাস্বুলেন্সযোগে বাউফলের পূর্ব কালাইয়া গ্রামে আসেন। পরে ওই ইউপির চেয়ারম্যান মনির মোল্লার সহায়তায় পুলিশ ওই এ্যাম্বুলেন্স থেকে ৬ জনকে আটক করে উপজেলার ইদ্রিস মোল্লা ডিগ্রী কলেজে প্রতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখেন। এর পর স্বাস্থ্য বিভাগ থেকে তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা জন্য ঢাকার রোগ তত্ত্ব ও গবেষনা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়। তাদের মধ্যে ৫ জনের করোনা সনাক্ত হয়। শুক্রবার উপজেলঅ স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (ভারপ্রাপ্ত) আখতারুজ্জামান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। এমন সংবাদ প্রকাশের পর এলাকাবাসী সনাক্তকৃত ব্যক্তিদের ইদ্রিস মোল্লা ডিগ্রী কলেজের প্রতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থেকে অনত্র সরিয়ে নেয়ার জন্য বিক্ষেভ ও সড়ক অবরোধ করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রশান্ত কুমার সাহা জানান, উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে তাদের নির্দেশ মোতাবেক কাজ করা হবে।
×