ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

করোনায় অসচ্ছল নৃত্যশিল্পীদের সহায়তায় উদ্যোগ, তালিকা হচ্ছে

প্রকাশিত: ১২:২২, ২৫ এপ্রিল ২০২০

করোনায় অসচ্ছল নৃত্যশিল্পীদের সহায়তায় উদ্যোগ, তালিকা হচ্ছে

স্টাফ রিপোর্টার ॥ বদলে গেছে জীবনযাত্রা। মহামারী করোনার অভিঘাতে থমকে গেছে অনেক কিছু। সারা দেশের শিল্প-সংস্কৃতি অঙ্গনে নেমে এসেছে স্থবিরতা। শিল্পের নানা শাখার মতো নৃত্যশিল্পেও এসেছে অভিঘাত। মুদ্রার সঙ্গে অভিব্যক্তির সম্মিলনে উপস্থাপিত হচ্ছে না নয়নজুড়ানো নাচ। মঞ্চ বা স্টুডিওতে শোনা যাচ্ছে না নৃত্যশিল্পীর নূপুরের নিক্বণ। কাজ না পেয়ে অনেক নৃত্যশিল্পীই বেকার হয়ে বসে আছেন ঘরে। দিশেহারার মতো পথ খুঁজছেন তারা। ভুগছেন অর্থ সঙ্কটে। সেই অসচ্ছল শিল্পীদের সহযোগিতায় এগিয়ে এসেছে নৃত্যশিল্পীদের অভিভাবক সংগঠন বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা। সংস্থার সভাপতি মিনু হক জানিয়েছেন ক্ষতিগ্রস্ত শিল্পীদের সহায়তায় নেয়া হচ্ছে উদ্যোগ। তৈরি হচ্ছে তালিকা। পাশাপাশি এই নৃত্যশিল্পী প্রত্যাশা করছেন, একদিন কেটে যাবে সঙ্কট। এই মহাপ্রলয় শেষে আসবে নতুন এক পৃথিবী। বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি মিনু হক জনকণ্ঠকে বলেন, করোনার কারণে সারা পৃথিবী আজ সঙ্কটে। সেই সঙ্কটে আছে নৃত্যশিল্পীরাও। সারা দেশে ছড়িয়ে আছে ১০ হাজারের বেশি নৃত্যশিল্পী। কেউ শিক্ষকতা করে, কেউ সিনেমায় কাজ করে, কেউ বা বিভিন্ন অনুষ্ঠানে নাচ করে জীবিকা নির্বাহ করে। তাদের অধিকাংশই এখন আর্থিক অনিশ্চয়তায় ভুগছেন। গত মার্চ মাসের শুরু থেকেই সব ধরনের উৎসব-অনুষ্ঠান বন্ধ রয়েছে। বছরব্যাপী মুজিববর্ষের অনুষ্ঠান বাতিল হলো। পহেলা বৈশাখ, ছাব্বিশে মার্চে কোন অনুষ্ঠান হলো না। মঞ্চকেন্দ্রিক অনুষ্ঠানের সঙ্গে বন্ধ হয়ে গেছে টিভি অনুষ্ঠানও। সব মিলিয়ে শিল্পীরা এখন কর্মহীন। অনুষ্ঠান-উৎসব না হলে শিল্পীদেরও আয়-রোজগার বন্ধ থাকে। আমি নিজেই একটি কোরিওগ্রাফি টিম চালাতাম। কাজ করে টাকা পেলে দলের শিল্পীরাও সেই অর্থ পেত। এসব শিল্পীরা এখন কাজও পাচ্ছে না, অর্থও পাচ্ছে না। তাই বর্তমানে অনেক নৃত্যশিল্পীই অর্থকষ্টে আছেন। সামনের মাস থেকে এই অবস্থা আরও জটিল হবে। এমন বাস্তবতায় আমরা সংস্থার পক্ষ থেকে দুর্দশাগ্রস্ত শিল্পীদের সহায়তার উদ্যোগ নিয়েছি। প্রাথমিকভাবে ঢাকার কিছু শিল্পীর তালিকা পাঠানো হয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়ে। শিল্পকলা একাডেমি থেকেও চাওয়া হয়েছে ক্ষতিগ্রস্তদের তালিকা। তাই তৈরি করা হচ্ছে সারা দেশের ক্ষতিগ্রস্তদের পূর্ণাঙ্গ তালিকা। ঢাকা বিভাগসহ নৃত্যশিল্পী সংস্থার শাখা আছে দেশের ৩০টি জেলায়। এসব শাখা এবং বিভিন্ন নৃত্য সংগঠনের মাধ্যমে জেলাভিত্তিক অসচ্ছল শিল্পীদের তালিকা তৈরি করা হচ্ছে। তাদের ফোন নম্বর ও বিকাশ নম্বর সংগ্রহ করা হচ্ছে। পরবর্তীতে সংস্কৃতি মন্ত্রণালয়ের মাধ্যমে এসব শিল্পীদের সহায়তা প্রদান করা হবে। পাশাপাশি সম্মিলিত সাংস্কৃতিক জোটও আমাদের সহায়তার আশ্বাস দিয়েছে।
×