ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

করোনা টেস্টিং কিট আজ সরকারের কাছে হস্তান্তর করছে গণস্বাস্থ্য কেন্দ্র

প্রকাশিত: ১২:১৬, ২৫ এপ্রিল ২০২০

করোনা টেস্টিং কিট আজ সরকারের কাছে হস্তান্তর করছে গণস্বাস্থ্য কেন্দ্র

স্টাফ রিপোর্টার ॥ চূড়ান্ত অনুমোদনের জন্য করোনাভাইরাসের টেস্টিং কিট সরকারের কাছে হস্তান্তর করতে যাচ্ছে গণস্বাস্থ্য কেন্দ্র। আজ শনিবার বেলা ১১টায় ধানমন্ডিতে গণস্বাস্থ্য হাসপাতাল ভবন থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই কিট হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাঃ জাফরুল্লাহ চৌধুরী। শনিবার ৫শ’ থেকে এক হাজারের মতো টেস্টিং কিট স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে দেয়া হবে। এরপর সরকারের অনুমোদন পেলে পর্যায়ক্রমে হস্তান্তর করা হবে। শুক্রবার ডাঃ জাফরুল্লাহ চৌধুরী জানান, গত ২০ এপ্রিল কিট জমা দেয়ার কথা থাকলেও বৈদ্যুতিক গোলযোগের কারণে ল্যাবে যান্ত্রিক ত্রæটি তৈরি হওয়ায় হস্তান্তর করা যায়নি। উল্লেখ্য, গত ১৭ মার্চ করোনাভাইরাসে আক্রান্তদের পরীক্ষার জন্য প্রাতিষ্ঠানিক গবেষণায় কিট উৎপাদনের কথা জানায় গণস্বাস্থ্য কেন্দ্র। পরে ১৯ মার্চ কিট উৎপাদনের সরকারী অনুমোদন পায় প্রতিষ্ঠানটি। করোনাভাইরাস শনাক্তকরণের ‘জিআর র‌্যাপিড ডট বøট ইমিউনোঅ্যাসি’ কিট তৈরির জন্য গণস্বাস্থ্য কেন্দ্রের গবেষক দলের নেতৃত্ব দেন ড. বিজন কুমার শীল। অন্য গবেষকরা হলেন, ড. নিহাদ আদনান, ড. মোহাম্মদ রাঈদ জমিরউদ্দিন, ড. ফিরোজ আহমেদ ও সিঙ্গাপুরের একজন গবেষক। ৫ এপ্রিল চীন থেকে কিট তৈরির কাঁচামাল আমদানি করে গণস্বাস্থ্য কেন্দ্র।
×