ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রানা প্লাজা ভবন ধসে আহত ও পঙ্গুদের পুনর্বাসন দাবি

প্রকাশিত: ১০:১৩, ২৫ এপ্রিল ২০২০

 রানা প্লাজা ভবন ধসে আহত ও পঙ্গুদের পুনর্বাসন দাবি

অর্থনৈতিক রিপোর্টার ॥ রানা প্লাজা ভবন ধসের জন্য দায়ীদের শাস্তি, আহত ও পঙ্গুদের চিকিৎসা, পুনর্বাসনের দাবি জানিয়েছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)। সেইসঙ্গে করোনাভাইরাস দুর্যোগে শ্রমিক ছাঁটাই ও লে অফ না করার আহ্বান সংগঠনটির। রানা প্লাজা ভবন ধসে ১,১৩৬ জন শ্রমিকের মৃত্যু ও ৩,০০০ শ্রমিক আহত ও পঙ্গু হওয়ার শোকাবহ ঘটনার সপ্তমবার্ষিকীতে স্কপের এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়েছে। ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারে ওই ভবনটি ধসে পড়ে। স্কপের যুগ্ম সমন্বয়কারী শ্রমিক নেতা ফজলুল হক মনটু এবং নইমুল আহসান জুয়েলসহ কেন্দ্রীয় নেতা শাহ মোহাম্মদ জাফর, আনোয়ার হোসেন, ডাঃ ওয়াজেদুল ইসলাম খান, মেসবাহ উদ্দিন আহমেদ, সাইফুজ্জামান বাদশা, চৌধুরী আশিকুল আলম, রাজেকুজ্জামান রতন, কামরুল আহসান, শামিম আরা, পুলক রঞ্জন ধর এই বিবৃতি দেন। বিবৃতিতে নেতৃবৃন্দ দুর্দশাগ্রস্ত পঙ্গু শ্রমিকদের নিয়মিত চিকিৎসা ও পুনর্বাসনের দাবি জানান। তারা বলেন, বর্তমান করোনা দুর্যোগে শ্রমিকদের জীবনে দুর্ভোগ সৃষ্টি করার জন্যও মালিকরা দায়ী। গার্মেন্টস মালিকদের একদিকে সরকারের কাছে সহজ শর্তে প্রণোদনা গ্রহণ অন্যদিকে শ্রমিক ছাঁটাই সেইসঙ্গে লে অফ করার দ্বিমুখী আচরণের নিন্দা জানাই আমরা। নেতৃবৃন্দ বলেন, শ্রম আইনের ১২, ১৬ ধারার অপপ্রয়োগ করছেন মালিকরা। সরকার ঘোষিত সাধারণ ছুটির সময়ে ছাঁটাই ও লে অফ বেআইনি ও অনৈতিক। এ নিয়ে শ্রমিকদের অসন্তোষ বিক্ষোভের দায় মালিকদেরই বহন করতে হবে। জাতীয় ও আন্তর্জাতিক এই দুর্যোগে এ ধরনের পদক্ষেপ থেকে বিরত থাকার জন্য মালিকদের প্রতি আহ্বান জানান তারা।
×