ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

৭০ বছরের বৃদ্ধার করোনা জয়

প্রকাশিত: ১০:১২, ২৫ এপ্রিল ২০২০

 ৭০ বছরের বৃদ্ধার  করোনা  জয়

মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জে ৭০ বছরের বৃদ্ধা করোনা জয় করেছেন। এত দুর্যোগেও এই আনন্দের খবরে খুশি সাবাই। মুন্সীগঞ্জের সিভিল সার্জন ডাঃ আবুল কালাম বলেন, আত্মবিশ্বাসেই মানুষকে অনেক কিছুই জয় করার সুযোগ সৃষ্টি করে। মরণব্যাধি করোনাকে জয় করার ঘটনাটি সকলকেই বিশেষভাবে শক্তি যোগাচ্ছে। এটি অনুকরণীয় হতে পারে। করোনা জয় করা এই নারী- সিরাজদিখান উপজেলার আবিরপাড়া গ্রামের গীতা রানী পাল (৭০)। গত ৭ এপ্রিল তার নমুনা সংগ্রহ করা হয়। ১০ এপ্রিল তার রিপোর্ট পজেটিভ আসে। সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ বদিউজ্জামান সন্ধ্যায় জানান, ঢাকায় না নিয়ে তাকে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন সেন্টারে রাখা হয়। তিনি চিকিৎসা নিয়ে সুস্থ মনে করেন। পরে তার নমুনা আবার প্রেরণ করা হয়। রিপোর্ট নেগেটিভ আসে। পরে নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময় শেষে আবার নমুনা পাঠানো হয়। দ্বিতীয়বারও রিপোর্ট নেগেটিভ আসে। ডব্লিওএইচও এবং আইইডিসিআর’র নির্দেশনা অনুযায়ী এই নারী এখন পুরোপুরি সুস্থ এবং করোনা মুক্ত। ৭০ বছরের বৃদ্ধা গীতা রানী পাল করোনা জয় করতে পেরেছেন। তিনি জানান, পরবর্তীতে তার এক পুত্রেরও করোনা শনাক্ত হয়। এই পুত্রও হাসপাতালটির আইসোলেনে আছেন। তারও একটি রিপোর্ট নেগেটিভ এসেছে। আরেকটি নেগেটিভ আসলে তাকেও সুস্থ ঘোষণা করা হবে। এছাড়া এই বৃদ্ধার পুত্রবধূরও করোনা শনাক্ত হয়েছে। তিনি বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন। পুত্রবধূও ভাল আছেন।
×