ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কেশবপুরে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশিত: ১০:১১, ২৫ এপ্রিল ২০২০

  কেশবপুরে স্বামী-স্ত্রীর  ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, শুক্রবার, ২৪ এপ্রিল ॥ বুধবার দুপুরে কেশবপুর থানা পুলিশ উপজেলার গোপসেনা গ্রাম থেকে স্বামী ও স্ত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে পুলিশ তাদের আত্মহত্যার কারণ জানাতে পারেনি। তবে পরিবারের লোকজন বলছেন ঋণের কারণে শামিম হোসেন (৩০) ও তার স্ত্রী রেনুকা (২৬) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। কেশবপুর থানার ওসি শেখ জসিম উদ্দিন জানান, সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার গোপসেনা গ্রামের শহিদুল ইসলামের পুত্র শামিম হোসেন (৩০) ও তার স্ত্রী রেনুকা বেগম (২৬) যখন ঘর থেকে বের হয়নি তখন বাইরে থেকে বাড়ির লোকজন ডাকাডাকি করে। কিন্তু তাদের কোন সাড়াশব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে দেখতে পায় স্বামী-স্ত্রীর মৃতদেহ ঘরের আড়ায় ঝুলানো। এরপর কেশবপুর থানা পুলিশকে জানানো হয়। সঙ্গে সঙ্গে ভালুকঘর পুলিশ ফাঁড়ির ইনর্চাজ এস আই দীপক অন্য পুলিশ সঙ্গে নিয়ে ঘটনাস্থল থেকে তাদের মৃতদেহ উদ্ধার করেন। লাশ ময়নাতদন্তের জন্য যশোর মর্গে পাঠানো হয়েছে। ওসি আরও জানান, নিহত শামীম গলায় গামছা পেঁচিয়ে এবং তার স্ত্রী রেনুকা বেগম গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আড়ায় ঝুলে আত্মহত্যা করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহ এবং ঋণগ্রস্ত হওয়ার কারণে তারা আত্মহত্যা করতে পারে। নিহতের চাচা আরিজুল ইসলাম জানান, তার ভাইপো শামীমের ৪ বছরের একটি পুত্র সন্তান রয়েছে। সে বিভিন্ন স্থানে শ্রমিকের কাজ করত। বিভিন্ন মানুষের কাছ থেকে ঋণ নিয়ে সে পরিশোধ করতে পারছিল না। এ কারণে তাদের পারিবারিক অশান্তি চলছিল।
×