ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মোট আক্রান্ত ৪৬৮৯

আরও ৪ করোনা রোগীর মৃত্যু ॥ আক্রান্ত ৫০৩

প্রকাশিত: ১০:০৭, ২৫ এপ্রিল ২০২০

 আরও ৪ করোনা রোগীর মৃত্যু ॥ আক্রান্ত ৫০৩

স্টাফ রিপোর্টার ॥ দেশে আরও চার করোনা রোগীর মৃত্যু হয়েছে এবং নতুন করে আক্রান্ত ৫০৩ জন। গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৬৮৬টি নমুনা পরীক্ষা করে এই ফল পাওয়া গেছে। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা ১৩১ জন এবং মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৬৮৯ জনে। ২১ থেকে ৩০ বছর বয়সী মানুষ বেশি আক্রান্ত হচ্ছেন। মোট আক্রান্তের পরিসংখ্যানে এই হার ২৪ শতাংশ। এভাবে ৩১ থেকে ৪০ বছর বয়সী ২২ শতাংশ এবং ৪১ থেকে ৫০ বছর বয়সীর আক্রান্তের হার ১৮ শতাংশ। তারাবি ও ইশার নামাজ বাসায় আদায় করার জন্য সকলকে অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। বর্তমানে প্রায় তিন লাখ পিপিই মজুদ রয়েছে। শুক্রবার দুপুরে দেশের কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা। অধ্যাপক নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন চারজন এবং এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১১২ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করে পরীক্ষা করার হার শতকরা সাত দশমিক ৯ শতাংশ আগের দিনের চেয়ে বেশি। এখন পর্যন্ত মোট নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে ৩৯ হাজার ৭৭৬টি। বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে আছেন ১২৩ জন, মোট আইসোলেশনে আছেন ৯৯৫ জন, গত ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন ২৮ জন, আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন মোট ৬২২ জন। অধ্যাপক নাসিমা সুলতানা আরও জানান, গত ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টাইনে ৩১২৮ জন এবং হাসপাতাল ও অন্যান্য কোয়ারেন্টাইনে ৩৬৮ জনকে নেয়া হয়েছে। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় মোট ৩৪৯৬ জনকে কোয়ারেন্টাইনে নেয়া হয়। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ৮৬ হাজার ২২১ জন এবং হাসপাতাল ও অন্যান্য কোয়ারেন্টাইনে রয়েছেন ৬৫১৩ জন। অর্থাৎ বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন মোট ৮২ হাজার ৭৩৪ জন। এ পর্যন্ত মোট ১ লাখ ৭১ হাজার ৮৪৬ জনকে কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে এবং ছাড় পেয়েছেন ৮৯ হাজার ১১২ জন। অধ্যাপক নাসিমা সুলতানা আরও জানান, গত ২৪ ঘণ্টায় বিমানবন্দরসমূহে ৫, স্থলবন্দরসমূহে ৮৮ এবং সমুদ্রবন্দরসমূহে ৭৩ জন বিদেশফেরতকে স্ক্রিনিং করানো হয়েছে। এ পর্যন্ত বিমান, সমুদ্র ও স্থলবন্দরে এবং ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন দিয়ে প্রবেশ করা মোট ৬ লাখ ৭৩ হাজার ৬৬৭ বিদেশফেরতকে স্ক্রিনিং করানো হয়েছে। অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা সব সাংবাদিক, দেশবাসী, প্রবাসী, দফতর, অধিদফতর ও মন্ত্রণালয়কে আমাদের পাশে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি আসন্ন রমজান উপলক্ষে ধর্ম মন্ত্রণালয়ের দেয়া নির্দেশনা মেনে চলার জন্য সকলকে অনুরোধ করেন। রমজানে এশার নামাজ ও তারাবি নামাজ ঈমাম, মোয়াজ্জেম, খাদেম ও হাফেজসহ সর্বোচ্চ ১২ জন মসজিদে নামাজ আদায়ের নির্দেশনাটি উল্লেখ করে সবাইকে বাসায় নামাজ আদায়ের জন্য বিনীত অনুরোধ করেন। ধর্ম মন্ত্রণালয়ের ইফতার মাহফিল সম্পর্কে আরেকটি নির্দেশনায় তিনি ইফতারের জন্য কোন রকম সামাজিক মাহফিল এর আয়োজন না করার জন্য অনুরোধ জানান। করোনায় মৃত ব্যক্তিদের বয়স ও লিঙ্গভিত্তিক বিশ্লেষণ করে অধ্যাপক নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় ৪ জন মৃত্যু বরণ করেছেন, মৃত ব্যক্তিরা সবাই পুরুষ এবং ঢাকার। মৃত সকলেরই বয়স ৫১-৬০ বছরের মধ্যে। গত ২৪ ঘণ্টায় আগের দিনের তুলনায় ৭.৯০ শতাংশ নমুনা পরীক্ষা বেশি হয়েছে। তাদের মধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ৫০৩ জন এবং মোট আক্রান্ত ৪,৬৮৯ জন। তিনি ঘরে থাকা ও সামাজিক দূরত্ব মেনে চলা এবং বারবার ২০ সেকেন্ড ধরে সাবান পানি দিয়ে হাত ধোয়ার উপর গুরুত্ব আরোপ করেন ও সকলকে স্বাস্থ্য অধিদফতর কর্তৃক নির্দেশিত স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান। রমজানের স্বাস্থ্য বিধি এবং কোভিড-১৯ স্বাস্থ্য বিধি যেমন- রোজা শেষে ইফতারের পরে বেশি করে তরল খাবার গ্রহণ, গরম পানি, আদা-চা পান করা এবং গরম পানি গড় গড়া করা ইত্যাদি বিষয়ে পরামর্শ দেন যা স্বাস্থ্যকর। তারাবি ও ইশার নামাজ বাসায় আদায় করার জন্য সকলকে অনুরোধ জানান অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা। প্রায় তিন লাখ পিপিই মজুদ রয়েছে - স্বাস্থ্য অধিদফতর ॥ স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা জানান, এ পর্যন্ত সংগ্রহ করা হয়েছে ১৫ লাখ ১৬ হাজার ১৯০টি পিপিই এবং বিতরণ করা হয়েছে ১২ লাখ ৪২ হাজার ৮টি। বর্তমানে মজুদ রয়েছে ২ লাখ ৭৪ হাজার ১০২টি পিপিই। করোনা সংক্রান্তকালের বিষয়ে তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় স্বাস্থ্য বাতায়নের নম্বরে ৫২ হাজার ৬৮৯টি, ৩৩৩ নম্বরে ২২ হাজার ২৬২টি এবং আইইডিসিআরর নম্বরে ৩২৬৭টি করোনা সংক্রান্ত কল এসেছে। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় মোট কল এসেছে ৮৪ হাজার ৫৯০টি। এ পর্যন্ত হটলাইনগুলোতে করোনা সংক্রান্ত মোট কল এসেছে ৩১ লাখ ৫৮ হাজার ৯২টি।
×