ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বেশি দামে পণ্য বিক্রি করায় ১১ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশিত: ০৯:৪৬, ২৫ এপ্রিল ২০২০

 বেশি দামে পণ্য বিক্রি  করায় ১১ প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ পবিত্র রমজান ও করোনাভাইরাস পুঁজি করে কিছু অসাধু ব্যবসায়ী সুযোগ বুঝে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে। ফলে বিপাকে পড়ছেন সাধারণ ক্রেতারা। শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ছয়টি টিম অভিযান চালিয়ে অসদুপায়ে পণ্যের দাম বাড়ানোর প্রমাণ পায়। বেশি দামে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি করার অপরাধে ১১ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে তারা। অভিযান পরিচালনা করেন ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (উপসচিব) মনজুর মোহাম্মদ শাহরিয়ার। তিনি জানান, শুক্রবার সকালে কাওরান বাজার, গোদারাঘাট বাজার, ভাটারা বাজার, উত্তর বাড্ডা বাজার, দক্ষিণ বাড্ডা বাজার, গুলশান-১ কাঁচাবাজারে এ অভিযান চালায় ভোক্তা অধিদফতরের ছয়টি টিম। এ সময় ম্ল্যূ তালিকা প্রদর্শন না করা, অনৈতিকভাবে বেশি দামে নিত্যপণ্য বিক্রি করাসহ যথা নিয়মে ভোক্তা আইন পালন না করায় ১১ প্রতিষ্ঠানকে সাড়ে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালে হ্যান্ডমাইকে চাল, ডাল, তেল, আদা, রসুন, পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন করা এবং প্রদর্শনকৃত মূল্য অপেক্ষা অধিক মূল্যে পণ্য বিক্রি না করা, করোনাকে কেন্দ্র করে অতি মুনাফা করা থেকে বিরত থাকার জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়। এছাড়া ক্রেতা-বিক্রেতার স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় মাস্ক, হ্যান্ডগ্লাভস ও হাতধোয়ার পরামর্শ দেয়া, অযথা বাইরে ঘোরাফেরা না করার জন্য আহ্বান জানানো হয়। রমজান ও করোনার সঙ্কটময় সময়ে যেসব ব্যবসায়ী ভোক্তাদের জিম্মি করে অধিক মূল্য আদায় করবে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলেও অধিদফতর থেকে সতর্ক করা হয় বলে উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার জানান। এই অভিযান অন্যান্য টিমের সদস্যরা হলেন ভোক্তা অধিদফতরের উপ-সচিব মাসুম আরেফিন, সহকারী পরিচালক শাহনাজ সুলতানা, ফাহমিনা আক্তার, রজবী নাহার রজনী এবং তাহমিনা আক্তার।
×