ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বকেয়া বেতন ভাতা দাবিতে আদাবরে শ্রমিক বিক্ষোভ

প্রকাশিত: ০৯:৪৫, ২৫ এপ্রিল ২০২০

 বকেয়া বেতন ভাতা দাবিতে আদাবরে শ্রমিক বিক্ষোভ

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর আদাবরে বকেয়া বেতন-ভাতার দাবিতে বিক্ষোভ করেছেন কয়েকটি এমব্রয়ডারি কারখানার শ্রমিকরা। শুক্রবার সকালে আদাবর থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শ্রমিকরা। ওইসব কারখানার উর্ধতন কর্মকর্তারা গিয়ে তাদের বোঝানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। তবে দুপুর একটার দিকে বৃষ্টি শুরু হলে শ্রমিকরা সড়ক থেকে সরে যান। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বেলা ১১টার দিকে আদাবরের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি এমব্রয়ডারি (কাপড়ে নক্সা করা) কারখানার শতাধিক শ্রমিক আন্দোলনে নামেন। দোয়েল এমব্রয়ডারির শ্রমিক মোঃ রাব্বি জানান, আদাবর এলাকায় ২০-২৫টি এমব্রডারির কারখানা রয়েছে। এর মধ্যে রতœা এমব্রয়ডারি, সোহেল এমব্রয়ডারি, মায়া এমব্রয়ডারি, মাইলস্টোন এমব্রয়ডারিসহ বেশ কয়েকটি কারাখানার শতাধিক শ্রমিক বিক্ষোভে যোগ দেয়। তাদের দাবি, করোনার দুর্যোগ শুরুর আগে থেকেই তারা নিয়মিত বেতন পাচ্ছেন না। কোন কারখানায় দুই মাস, আবার কোনটিতে চার মাস পর্যন্ত বেতন বকেয়া রয়েছে। নিরূপায় হয়ে তারা লকডাউনের মধ্যেই রাস্তায় নেমেছেন। আবদুল জলিল নামে এক বিক্ষোভকারী জানান, মালিককে বারবার বলার পরও তাদের বেতন দেয়া হচ্ছে না। চার মাস ধরে বেতন না পেয়ে তাদের না খেয়ে মরার পরিস্থিতি তৈরি হয়েছে। বিশেষ করে এক মাস ধরে সব কিছু বন্ধ থাকায় সঙ্কট চরমে। তারা কোন সরকারী সাহায্যও পাননি। আদাবর থানার এসআই মিজানুর রহমান জানান, শ্রমিকরা শ্যামলী রিংরোডে ধরে এসে থানার সামনে অবস্থান নেন। প্রথমে পুলিশ ও পরে কারখানার কয়েক কর্মকর্তা গিয়ে তাদের বোঝানোর চেষ্টা করেন। দুপুরে বৃষ্টির কারণে শ্রমিকরা আন্দোলন স্থগিত করে ফিরে যান।
×