ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

করোনমুক্ত হয়ে বাসায় ফিরলেন সাংবাদিক এমদাদ

প্রকাশিত: ০৯:২৯, ২৫ এপ্রিল ২০২০

 করোনমুক্ত হয়ে বাসায় ফিরলেন সাংবাদিক এমদাদ

স্টাফ রিপোর্টার ॥ দীর্ঘ দুই সপ্তাহ পর করোনাভাইরাস থেকে মুক্ত হয়ে বাসায় ফিরেছেন সাংবাদিক এমদাদুল হক খান ও তার পরিবার। বুধবার রাতে উত্তরার রিজেন্ট হসপিটাল থেকে রিলিজ পান তারা। শুক্রবার বিকেলে সাংবাদিক এমদাদুল হক খান জানান, হাসপাতালে ভর্তির পর জ্বর, কাশি ও গলাব্যথা ছিল। কয়েকদিন চিকিৎসা শেষে করোনা পরীক্ষায় নেগেটিভ আসার পর বাসায় যাওয়ার অনুমতি দেয়া হয়। তিনি আরও জানান, স্ত্রী ও মেয়েকে নিয়ে রিজেন্ট হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় গত ২০ এপ্রিল তাদের নমুনা সংগ্রহ করে হাসপাতাল কর্তৃপক্ষ। পরীক্ষায় বুধবার স্ত্রী রেখা খানম ও বড় মেয়ের করোনা নেগেটিভ আসে। বিকেলে নেগেটিভ আসে আমার রিপোর্ট। পরে রাতে একটি এ্যাম্বুলেন্সে করে মালিবাগের বাসায় ফিরি আমরা। সাবেক এই সাংবাদিক নেতা জানান, গত মাসের ২৮ মার্চ থেকে তিনি জ্বর ও কাশিতে ভুগছিলেন। পরিচিত এক চিকিৎসকের পরামর্শে ওষুধ খেয়েছেন। কিন্তু জ্বর ছাড়ছিল না। ওই চিকিৎসকের পরামর্শে করোনা টেস্ট করার চেষ্টা করেন। কিন্তু আইইডিসিআরের হটলাইনে অসংখ্যবার চেষ্টা করেও যোগাযোগ করতে পারেননি। এর মধ্যেই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসকের পরামর্শে রক্ত পরীক্ষা ও এক্সরে করেন। চিকিৎসক কিছু ওষুধ দেন।
×