ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রমজান মাসেও বিএনপির ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে ॥ রিজভী

প্রকাশিত: ০৯:২৯, ২৫ এপ্রিল ২০২০

 রমজান মাসেও  বিএনপির ত্রাণ  বিতরণ অব্যাহত  থাকবে ॥ রিজভী

স্টাফ রিপোর্টার ॥ রমজান মাসেও বিএনপি নেতাকর্মীদের ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার সকালে রাজধানীর মোহাম্মদপুরে অসহায় দরিদ্র মানুষদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাহবুব ইসলামের উদ্যোগে এই ত্রাণ বিতরণ করা হয়। রিজভী অভিযোগ করেন করোনাভাইরাস প্রতিরোধে সরকার আগাম প্রস্তুতি না নেয়ায় দেশে করোনা সংক্রমিত রোগী ও মৃত্যুর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ভিয়েতনাম ও ভুটানসহ অনেক দেশ করোনা মোকাবেলায় যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছিল বলে সেসব দেশে সংক্রমণ ও মৃত্যু সংখ্যা কম। আজকে বাংলাদেশসহ গোটা বিশ্বে করোনাভাইরাস বিপর্যয় নামিয়ে দিয়েছে। মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রিজভী বলেন, আজকে করোনার কারণে সারাদেশে খাবারের জন্য হাহাকার চলছে। কর্মহীন মানুষ খাবার খুঁজছে। দেশে দুর্ভিক্ষের অবস্থা বিরাজ করছে। এই দুঃসময়ে বিএনপি নেতাকর্মীরা পকেটের টাকায় ত্রাণ দিচ্ছে আর সরকারী দলের মেম্বার-চেয়ারম্যানরা ত্রাণের চাল, ডাল ও তেল চুরি করছে। গুম হওয়া নেতাকর্মীদের পরিবারকে ঈদ উপহার ॥ গুম হওয়া নেতাকর্মীদের পরিবারকে আজ শনিবার ঈদ উপহার দেবে বিএনপি। দুপুর ১২টায় বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয় থেকে দলের গুম হওয়া নেতাকর্মীদের পরিবারের সদস্যদের মাঝে ঈদ উপহার তুলে দেয়া হবে বলে শুক্রবার বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈশ্বিক মহামারী প্রাণঘাতী কোভিড-১৯ মোকাবেলায় গোটা বিশ্ব আজ বিপর্যস্ত। বাংলাদেশেও এই ভাইরাসের সংক্রমণ বেড়ে চলেছে।
×