ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কর্মী আক্রান্ত হলে ৫ লাখ টাকা দেবে ‘নগদ’

প্রকাশিত: ০৯:২৮, ২৫ এপ্রিল ২০২০

 কর্মী আক্রান্ত হলে  ৫ লাখ টাকা  দেবে ‘নগদ’

জনকণ্ঠ ডেস্ক ॥ ‘নগদ’ বিশ্বাস করে ‘মানুষ বাঁচলে দেশ বাঁচবে’। সেই বিশ্বাস থেকে সব উদ্যোক্তা, পরিবেশক, বিক্রয়কর্মীসহ বাংলাদেশ ডাক বিভাগের আর্থিক লেনদেন সেবা নগদ পরিবারের প্রায় ২ লাখ সদস্যের চিকিৎসার দায়িত্ব নিয়েছে নগদ। এই সময়ে কেউ করোনাভাইরাসে আক্রান্ত হলে তার চিকিৎসার জন্য ৫ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেবে নগদ কর্তৃপক্ষ। করোনাভাইরাসের কারণে অফিস, ব্যবসা-বাণিজ্য সবকিছুই থমকে গেছে। এতকিছুর পরও ‘নগদ’ দেশ, মানুষ আর নিজের কর্মীদের জন্য নিয়েছে নানা রকম মানবিক পদক্ষেপ। সামাজিক দূরত্বের কারণে একজন আরেকজনের কাছ থেকে দূরে। কিন্তু ‘নগদ’ মনে করে মানবিকভাবে একে অপরের পাশে দাঁড়ানোর এটাই শ্রেষ্ঠ সময়। ‘নগদ’ তার জায়গা থেকে শেষ পর্যন্ত মানুষ ও দেশের জন্য নিরলসভাবে কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ। এই দুর্যোগের সময়েও মানুষের ভোগান্তি কমাতে এবং মানুষের কাছে আর্থিক সেবা পৌঁছে দিতে ‘নগদ’ এর উদ্যোক্তা, পরিবেশক, বিক্রয়কর্মীসহ প্রতিষ্ঠানটির কর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রতিষ্ঠানের প্রতি নিবেদিত কর্মীদের ও তাদের পরিবারের পাশে থাকার প্রয়াস ও কৃতজ্ঞতা থেকেই নগদ এই উদ্যোগ নিয়েছে। -বিজ্ঞপ্তি
×