ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চুল বেচে দুধ কেনার জের, তিনজনের নামে মামলা

প্রকাশিত: ০৯:২৭, ২৫ এপ্রিল ২০২০

 চুল বেচে দুধ কেনার  জের, তিনজনের নামে মামলা

সংবাদদাতা, সাভার, ২৪ এপ্রিল ॥ সাভারে চুল বেচে দুধ কেনার ঘটনায় তিনজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। অভাবে নয়, অসুস্থতার জন্য চুল কেটেছে সাথী আক্তার নামের ওই নারী। এ অভিযোগ করেছেন পৌর এলাকার বাসিন্দা রমিজউদ্দিন ভূঁইয়া মিশু নামে এক ব্যক্তি। বৃহস্পতিবার রাতে তিনি সাভার মডেল থানায় একটি মামলা (নং-১৪) দায়ের করেছেন। মামালায় আসামিরা হলো- সাভারের ব্যাংক কলোনি ছাপড়া মসজিদ এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে রাজিব মাহমুদ (৩২), স্থানীয় সাপ্তাহিক নিউজ গার্ডেন পত্রিকার সম্পাদক ওমর ফারুক (৪০) এবং স্থানীয় ব্যবসায়ী নেতা ওবায়দুর রহমান অভি (৪৭)। সাথী আক্তার দু’মাস আগে মিরপুরের আবুলের বস্তি থেকে সাভারের ব্যাংক কলোনি এলাকায় নান্নু মিয়ার ভাড়া বাড়িতে স্বামী ও দুই সন্তানকে নিয়ে বসবাস করতে শুরু করে। দেড় মাস আগে মাথায় খুশকি ও চুলকানিজনিত কারণে সাথীর স্বামী তার চুল কেটে দেয়। পরে মঙ্গলবার রাতে রাজিব মাহমুদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘কিছু দিন পূর্বে এক মহিলা নিজের চুল বিক্রি করে বাচ্চার জন্য খাবার কিনেছেন’ এমন লেখা পোস্ট করে। এরপর ওমর ফারুক ও ওবায়েদুর রহমান অভি ওই পোস্টটি শেয়ার দিয়ে দ্রুত ছড়িয়ে দেয়াতে সহায়তা করে। আর এভাবে ঘটনাটি বিভিন্ন গণমাধ্যম ও ফেসবুকে সাভারে খাবারের অভাবে চুল বিক্রি করেন বলে ছড়িয়ে পড়ে। সরকারের ভাবমূর্তি ক্ষুণেœর চেষ্টা চালানো ও গুজব ছড়ানো হয়েছে এমন অভিযোগ করে মিশু নামের ওই ব্যক্তি সাভার মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। তবে সাথী আক্তার বলেন, ‘দেড় মাস আগে অভাবের জন্য চুল বিক্রি করছি। অনেক জনে অনেক রকম কথা বলতাছে। কিন্তু আমার এক কথা এক জবান। খুশকি বা চুলকানির জন্য চুল কাটিনি। হকারের কাছে ১৮০ টাকা চুল বিক্রি করে সন্তানদের জন্য দুধ আর ঘরের খাবার কিনছি।’ এ বিষয়ে সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, চুল বিক্রির ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে তিন ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন এক ব্যক্তি। ঘটনাটি তদন্তাধীন বলেও জানান তিনি ।
×