ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

করোনায় ১০ হাজার পরিবারকে খাদ্যসামগ্রী দিচ্ছে কে সি ফাউন্ডেশন

প্রকাশিত: ০৮:২৮, ২৪ এপ্রিল ২০২০

করোনায় ১০ হাজার পরিবারকে খাদ্যসামগ্রী দিচ্ছে কে সি ফাউন্ডেশন

অর্থনৈতিক রিপোর্টার ॥ করোনা ভাইরাসের মহামারি ও রমজান উপলক্ষে গরিব, দুস্থ ও কর্মহীন প্রায় ১০ হাজার পরিবারকে খাদ্যসামগ্রী দিচ্ছে কে সি ফাউন্ডেশন। কে সি ফাউন্ডেশনের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, কে সি ফাউন্ডেশন একটি সামাজিক উন্নয়ন ও সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে বৃহত্তর উত্তরার ১৪ টি ওয়ার্ডে দীর্ঘদিন থেকে সেবা কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে তারা এটি বিতরণ করছেন। ইতোমধ্যে তুরাগ, বাউনিয়া, কামার পাড়া, উত্তরখান, দক্ষিণখান, তলনা, ডুমনি, খিলক্ষেত এবং এয়ারপোর্ট এলাকায় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এসময় ফাউন্ডেশনের চেয়ারম্যান ও নিপা গ্রুপের স্বত্ত্বাধিকার মোহাম্মদ খসরু চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ মোতাবেক প্রকৃত গরিব, দুস্থ, কর্মহীন মানুষের মধ্যে প্রায় ১০ হাজার পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে। সপ্তাহব্যাপী ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত আছে। পর্যায়ক্রমে ১০ হাজার পরিবারের মাঝে বিতরণ করা হবে বলে জানান তিনি।
×