ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কক্সবাজারে ধান কেটে দিল ছাত্রলীগ

প্রকাশিত: ০৭:৩৪, ২৫ এপ্রিল ২০২০

কক্সবাজারে ধান কেটে  দিল ছাত্রলীগ

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ উখিয়ায় করোনাভাইরাসের কারণে শ্রমিক সঙ্কটে বাড়িতে ধান তুলতে পারছেনা দেখে উখিয়ার প্রত্যন্ত অঞ্চলের কৃষকদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ছাত্রলীগ উখিয়া উপজেলা শাখা। সৃষ্ট মানবিক বিপর্যয়ে টাকার অভাবে ধান কাটাতে না পারায় কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দেন ছাত্রলীগের নেতা কর্মীরা। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত উখিয়ার জালিয়াপালং সোনাইছড়ি এলাকার কৃষক শাহ আলমের তিন বিঘা ধান কেটে দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ধান কাটা কার্যক্রমে নেতৃত্ব দেন উখিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম আজাদ। তার সঙ্গে ছিলেন বিভিন্ন ইউনিটের ৩২জন। কৃষক শাহ আলম বলেন আমি কয়েক দিন ধরে ধান কাটার শ্রমিক খুঁজছিলাম। নরসিংদী স্টাফ রিপোর্টার নরসিংদী থেকে জানান, জেলা ছাত্রলীগের সভাপতি হাসিবুল হাসান মিন্টুর নেতৃত্বে একদল ছাত্রলীগ কর্মী বৃহস্পতিবার দিনব্যাপী অসহায় কৃষকদের পাকা ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছে। উপকারভোগী স্থানীয় কৃষকরা জানায়, এই বছর ফসল ভাল হয়েছে। কিন্তু করোনাভাইরাসের কারণে ভয়ে কেউ ধান কাটতে চায় না। আর দূর থেকে কোন শ্রমিক এলাকায় আসে না। শ্রমিক সঙ্কটের কারণে ধান কাটতে পারা যাচ্ছে না। ফলে পাকা ধান জমিতেই নষ্ট হওয়ার আশঙ্কা ও কিভাবে ধান ঘরে তুলব তা নিয়ে দুশ্চিন্তার মধ্যে ছিলাম। পরে কিছু ছাত্রলীগের যুবক ভাইদের জানালে তারা এগিয়ে এসে আমাদের জমির ধান বিনামূল্যে কেটে বাড়ি পৌঁছে দেন। নীলফামারী স্টাফ রিপোর্টার নীলফামারী থেকে জানান, কর্মহীন কৃষি শ্রমিকদের ধাপে ধাপে দেশের বিভিন্ন স্থানে বোরোধান কাটাই মাড়াই কাজের জন্য পাঠানো অব্যাহত রয়েছে। পুলিশের সহায়তায় আরও ২৫০ জনকে প্রেরণ করা হয়েছে। শুক্রবার জেলা পুলিশের কন্ট্রোল রুমের প্রধান ডিআইও ওয়ান লাইসুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, তিন দফায় এ পর্যন্ত মোট ৫৬৯ জনকে প্রেরণ করা হলো। এর আগে ১৭৭ জন ও ১৪২ জনকে প্রেরণ করা হয়। ওই সকল ধানকাটা শ্রমিকদের বাস ও মাইক্রোযোগে পুলিশের সহায়তায় ঢাকা জেলা, গাজীপুর, টাঙ্গাইল, কুমিল্লা, নওগাঁ, নাটোর শরীয়তপুর জেলায় প্রেরণ করা হয়। এ ছাড়া শ্রমিকদের দেশের বিভিন্ন স্থানে প্রেরণের কার্যক্রম অব্যাহত রয়েছে। ব্রাহ্মণবাড়িয়া স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া থেকে জানান, বিপাকে পড়া কৃষকদের সোনালি ধান কেটে ঘরে তুলে দিচ্ছে সদর উপজেলা ছাত্রলীগ। শুক্রবার সকাল থেকে উত্তর সুহিলপুর গ্রামের ৬০ শতাংশ জমির ধান কেটে দেয় সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি কাজী খায়রুলের নেতৃত্বে ৩৫ সদস্যের একটি স্বেচ্ছাসেবী দল। কৃষক আজিজুল হকের জমির ধান কেটে তা ঘরে পৌঁছে দেয়ার ব্যবস্থা করে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয় বিপাকে পড়া কৃষকদের সহযোগিতায় তাদের এই কার্যক্রম চলমান থাকবে।
×