ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বুড়িমারী সীমান্তে বিএসএফের গুলিতে বিজিবি সদস্যসহ আহত ছয়

প্রকাশিত: ০৭:৩৩, ২৫ এপ্রিল ২০২০

বুড়িমারী সীমান্তে বিএসএফের  গুলিতে বিজিবি সদস্যসহ আহত ছয়

লালমনিরহাট, ২৪ এপ্রিল ॥ জেলর পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরের জিরো পয়েন্টে ভারতীয় চ্যাংরাবান্ধা বিএসএফে ক্যাম্পের সদস্যরা ভারতীয় এক ভারসাম্যহীন ব্যক্তিকে পুশইন করার চেষ্টা ব্যর্থ করে দেয় বিজিবি ও গ্রামবাসী। এ ঘটনার একটু পরে বিএসএফ সদস্যরা অস্ত্রেসজিত হয়ে এসে বিজিবিকে ও গ্রামবাসীকে লক্ষ্য করে এলোপাতারি ৭ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। এতে বুলেট বিদ্ধ হয়ে বিজিবি সদস্য খোকন, সীমান্ত গ্রামে বাসিন্দা মালেক, ফিরোজা বেওয়া, আজিজুল ইসলাম, আরেফ হোসেন ও রশিদুল ইসলামসহ ৫ জন। গ্রামবাসী সূত্রে জানা গেছে, সীমান্তের মেইনপিলার ৮৪২ এর সাব পিলার ৩ পাশ দিয়ে বাংলাদেশের দেড়শ’ গজ অভ্যন্তরে প্রবেশ করে বিএসএসফের ২৫/৩০ জন সদস্য। এসময় তারা ভারতীয় এক পাগলকে পুশইন করে চায়। এ সময় গ্রামবাসীরা বিজিবিকে খবর দেয়। দ্রুত বিজিবি ঘটনাস্থলে পৌঁছায় ভারতীয় পুনইন ব্যর্থ করে দেয়। এই ঘটনার কিছুক্ষণ পর বৃহস্পতিবার রাত ৮টার দিকে পুনরায় বিএসএফ সদস্যরা সংঘবদ্ধ হয়ে বিজিবি ও গ্রামবাসীর ওপর এলোপাতারি ৭ রাউন্ড রাবার বুলেট ছুঁড়ে। বিএসএফর গুলিতে গুরুতর আহত হয় বিজিবি সদস্যসহ ৬ জন। বিজিবি সদস্য খোকনকে আশঙ্কাজনক অবস্থায় রাতেই রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
×