ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ঈশ্বরদীতে ট্রাকচাপায় পারমাণবিক বিদ্যুতকেন্দ্রের ট্রাক চালক নিহত

প্রকাশিত: ০৭:৩২, ২৫ এপ্রিল ২০২০

ঈশ্বরদীতে ট্রাকচাপায় পারমাণবিক বিদ্যুতকেন্দ্রের  ট্রাক চালক  নিহত

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ ঈশ্বরদীর রূপপুর তিন বটতলার মোড়ে ট্রাকচাপায় রূপপুর পারমাণবিক বিদ্যুত কেন্দ্রের ট্রাক চালকমহসিন মল্লিক (৪৮) নিহত হয়েছে। সে রূপপুর নলগাড়ির মৃত মোতাহার হোসেন মল্লিকের ছেলে। জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ৮টায় ওই শ্রমিক হোন্ডাযোগে বাড়ি ফেরার পথে একটি ট্রাক তাকে চাপা দিলে সে মারাত্মক আহত হয়। পরে তাকে ঈশ্বরদী হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার মৃত বলে ঘোষণা করেন। তিনি রূপপুর বিদ্যুত প্রকল্পের সাব-ঠিকাদারি প্রতিষ্ঠান নিকিম কোম্পানিতে চাকরি করতেন। রূপপুর পারমাণবিক বিদ্যুত কেন্দ্র পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ চক্রবর্তী জানান, নিহত ওই শ্রমিক কাজ শেষ করে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে রূপপুর তিন বটতলা নামক স্থানে বিপরীত দিক থেকে আসা ট্রাক তাকে চাপা দেয়। ঘাতক টাকের চালক ও হেলপার পালিয়ে গেলেও পুলিশ ট্রাক আটক করে থানায় নিয়ে আসে।
×