ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সীতাকুন্ডে সিগারেটের ধোঁয়া ছাড়া নিয়ে সংঘর্ষে দুই বন্ধু নিহত

প্রকাশিত: ০৭:৩১, ২৫ এপ্রিল ২০২০

 সীতাকুন্ডে সিগারেটের ধোঁয়া  ছাড়া নিয়ে সংঘর্ষে দুই বন্ধু নিহত

নিজস্ব সংবাদদাতা, সীতাকুন্ড, ২৪ এপ্রিল ॥ চট্টগ্রামের সীতাকুন্ডে সিগারেট খেয়ে ধোঁয়া ছাড়াকে কেন্দ্র করে ডাবল মার্ডারের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে সীতাকুন্ড পৌরসভার ভূঁইয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, পৌরসভার ভূঁইয়াপাড়া এলাকার মোহাম্মদ সুজনের পুত্র মোহাম্মদ শাহীন (২০) ও আমিরাবাদ এলাকার মোহাম্মদ আব্বাস হোসেনের পুত্র মোহাম্মদ জাহেদ (২২) সীতাকুন্ড পৌরসভার কাউন্সিলর শফিউল আলম মুরাদ জানান, স্থানীয় একটি বিদ্যালয়ের ৯ম শ্রেণীর এক ছাত্রের সিগারেট খাওয়াকে কেন্দ্র করে তাদের দুই বন্ধুর মধ্যে ঝগড়া শুরু হয়। সেই ঝগড়ার মীমাংসায় বৃহস্পতিবার বিকেলে স্থানীয়ভাবে সালিশী বৈঠকের জন্য লোকজন জড়ো হলে দুই পক্ষ বিরোধে জড়িয়ে পড়ে। এ সময় শাহীন ও জাহেদ একে অপরকে চুরিকাঘাত করে। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সীতাকুন্ড উপজেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে তাদের শারীরিক অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বৃহস্পতিবার রাত ২টার সময় চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শাহীন। আর শুক্রবার সকাল আটটায় মারা যায় আহত অপর যুবক জাহেদ। মুন্সীগঞ্জে বৃদ্ধ স্টাফ রিপোর্টার মুন্সীগঞ্জ থেকে জানান, মুন্সীগঞ্জের বিনোদপুর গ্রামে হামলায় ইসলাম মাদবর (৬০) নিহত হয়েছেন। এই ঘটনায় পুলিশ নিহতের মামাত বোন প্রতিবেশী নয়ন তারা (৫০) ও নয়ন তারা পুত্র সেলিম মিয়াকে (৩০) গ্রেফতার করেছে। মুন্সীগঞ্জ সদর থানা পুলিশ জানায়, গত ৫ এপ্রিল প্রতিপক্ষের হামলায় তিনি মাথায় আঘাতপ্রাপ্ত হন। পরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় মৃত্যুর কোলে ঢলে পড়েন। এরপরই মা ও পুত্রকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় নিহতের পুত্র জয়নাল আবেদীন রাকিব (২৩) বাদী হয়ে মুন্সীগঞ্জ থানায় হত্যা মামলা রুজু করেছে। রংপুরে কর্মচারী নিজস্ব সংবাদদাতা রংপুর থেকে জানান, রংপুর মহানগরের পশুরাম থানাধীন চিলের ঝাড় মহল্লায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে জহুরুল ইসলাম (৪৫) নামে সেটেলমেন্ট অফিসের এক কর্মচারীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক নারীসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। পশুরাম থানার ওসি আব্দুল গনি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, চিলেরঝাড় মহল্লার মোজাম্মেলের সঙ্গে প্রতিবেশী নিহত জহুরুল ইসলামের জমি জমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শুক্রবার সকালে এ নিয়ে দুপক্ষকে নিয়ে সালিশ বসে। বৈঠক চলাকালে দুপক্ষের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে মোজাম্মেল ও তার স্বজনরা জহুরুল ইসলামের মাথায় ছোরা দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই সে নিহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজের মর্গে পাঠায়। মাদারীপুরে আহত ১৫ নিজস্ব সংবাদদাতা মাদারীপুর থেকে জানান, মাদারীপুরের রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের দীঘিরপাড় এলাকার মাঝকান্দি গ্রামে শুক্রবার সকালে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষে উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছে। জানা গেছে, রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের দীঘিরপাড় এলাকার মাঝকান্দি গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সাবেক মেম্বর কামাল শেখ ও বাবুল হাওলাদারের সঙ্গে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের ১৫ জন আহত হয়। মারাত্মক আহত কামাল শেখ, হেলাল শেখ, সুজন খালাসী, হাছান শেখ, ইছাহাক হাওলাদার, হাফিজুর রহমান জুয়েল হাওলাদার, রানা শেখ ও সৈয়দালী শেখসহ ১০ জনকে রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
×