ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

থেমে নেই দাবাড়ুদের অনুশীলন

প্রকাশিত: ০৭:২৪, ২৫ এপ্রিল ২০২০

 থেমে নেই দাবাড়ুদের অনুশীলন

স্পোর্টস রিপোর্টার ॥ মেধা, মনন, বোধ আর বুদ্ধির খেলা দাবা। করোনার কারণে ঘরবন্দী অবস্থায় সময় কাটানোর জন্য দাবা হতে পারে দারুণ একটা সমাধান। বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান আর ক্যান্ডিডেট মাস্টার মনন রেজা নীড় দুজনেই এই অখন্ড অবসরে, ঘরে বসেই চালিয়ে যাচ্ছেন অনুশীলন। খুদে এই দাবাড়ুরা বলছেন, বেসামাল প্রযুক্তিতে আসক্ত নয়, বরং অভ্যাস বাড়ুক দাবা খেলায়। দাবার টেকটাইল বোর্ডে শ্যেন দৃষ্টি। তবে বাস্তবে নয়, বরং ল্যাপটপে। ওপাশের প্রতিপক্ষ অজানা। তবুও ম্যাচটা যে জমে উঠেছে বেশ।
×