ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মাঠে ফিরতে ছটফট করছেন নেইমার

প্রকাশিত: ০৭:২৩, ২৫ এপ্রিল ২০২০

 মাঠে ফিরতে ছটফট করছেন নেইমার

স্পোর্টস রিপোর্টার ॥ মরণঘাতী করোনাভাইরাসের থাবায় সবকিছু থমকে গেছে। নির্মল বিনোদনের মাধ্যম ক্রীড়াঙ্গনও এর বাইরে নয়। খেলোয়াড়েরা ঘরে বন্দী থাকতে থাকতে অবসাদগ্রস্ত হয়ে পড়ছেন। খেলতে না পেরে ছটফট করছেন। ফরাসী ক্লাব পিএসজির ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারেরও একই হাল। সময়ের অন্যতম সেরা এই ফরোয়ার্ড মাঠের লড়াইয়ে ফেরার জন্য চেয়ে আছেন চাতক পক্ষীর মতো। প্রাণের ফুটবল কবে ফিরবে তা জানতে না পারার কারণে রীতিমতো দুশ্চিন্তায় আছেন নেইমার। করোনার যে অবস্থা তাতে কবে পরিস্থিতি স্বাভাবিক হবে বলা মুশকিল। তবে খেলা যখনই ফিরুক না কেন, নিজেকে প্রস্তুত রাখার ক্ষেত্রে কোন ছাড় দিচ্ছেন না নেইমার। ব্রাজিলে নিজের বাড়িতেই ব্যক্তিগত ট্রেনার রিকার্ডো রোসার অধীনে অনুশীলন চালিয়ে যাচ্ছেন। রোসার অধীনে প্রতিদিন ভিন্ন ভিন্ন রুটিন অনুসরণ করছেন ব্রাজিলের বর্তমানে সেরা তারকা। নিজেকে ফিট রাখার জন্য সম্ভাব্য সবকিছুই করছেন। কিন্তু করোনাভাইরাস মহামারীর কারণে ফুটবল থেকে দূরে থাকতে হচ্ছে। এই দুচিন্তা তার মাথায় চেপে বসছে। নিজের অফিসিয়াল ওয়েবসাইটে দেয়া সাক্ষাতকারে নেইমার বলেন, আবার কবে খেলতে পারব তা জানতে না পারাটা দুশ্চিন্তার। আমি খেলা, প্রতিযোগিতা, ক্লাবের পরিবেশ এবং আমার পিএসজি সতীর্থদের খুব মিস করি। ফুটবলের জন্য এটা অনেক দীর্ঘ সময়। পিএসজি তারকা বলেন, আমি নিশ্চিত সমর্থকরাও যত দ্রুত সম্ভব সবাইকে মাঠে ফিরতে দেখতে চায়। আমি আশা করি সিদ্ধান্তটা শীঘ্রই নেয়া হবে। নেইমারের এই মানসিক চাপের ব্যাপারটা তার ট্রেনার রোসাও জানেন। এজন্য তার মূল কাজ হচ্ছে নেইমার যেন বাড়তি চাপ অনুভব না করেন সে ব্যাপারটা খেয়াল রাখা। এ প্রসঙ্গে রোসা বলেন, নেইমার কোন পরিস্থিতিতে আছে সেটা আগে বুঝতে হবে। আমি চেষ্টা করি অনুশীলনের চাপ এবং পুষ্টি সংক্রান্ত বিষয়ে বাড়তি নজর রাখার। শারীরিক দিক থেকে নেইমারের সামর্থ্য অধিকাংশ খেলোয়াড়ের চেয়ে ভাল বলে মনে করেন রোসা। নেইমারের দীর্ঘদিনের এই ট্রেনার বলেন, এত বছর তার সঙ্গে কাজ করার পর, আমি বলতে পারি, শারীরিক দিক থেকে সে একজন বিশেষ এ্যাথলেট। ফুটবলারদের জন্য ঠিক যেমনটা প্রযোজ্য ঠিক তেমন কিংবা তার চেয়ে ভাল। রোসা আরও বলেন, নেইমার একজন ক্ষিপ্র ও দ্রুতগতির এ্যাথলেট। এছাড়া তার স্টেমিনাও অনেক। একইসঙ্গে এই তিন দক্ষতা খুব কম ফুটবলারের মধ্যেই দেখা যায়। এদিকে ব্রাজিল জাতীয় দলের সাবেক কোচ লুইস ফিলিপ সোলারি বলেছেন, পিএসজি ছেড়ে বার্সিলোনায় ফিরে যাওয়ার এটাই সঠিক সময় নেইমারের। ২০১৭ সালে রেকর্ড ট্রান্সফার ফি’র বিনিময়ে ক্যাম্প ন্যু ছেড়ে পিএসজি’তে যোগ দেন ব্রাজিলিয়ান তারকা। কিন্তু লীগ ওয়ানে মাত্র তিন মৌসুম শেষ করতেই ফের বার্সায় ফেরার জন্য উদগ্রীব হয়ে পড়েছেন নেইমার। কাতালানরাও চায়, সেলেসাও ফরোয়ার্ডকে ফের দলে ভেড়াতে। ব্রাজিলকে ২০০২ বিশ্বকাপ জেতানো কোচ সোলারিও মনে করেন, যদি তেমন কোন সুযোগ সৃষ্টি হয় তাহলে ২৮ বছর বয়সী তারকার পুনরায় বার্সায় ফিরে যাওয়া উচিত। ৭১ বছর বয়সী সোলারি এ প্রসঙ্গে বলেন, নেইমার ফিরে যাও, বার্সায় ফিরে যাও। যদি কোন সুযোগ সৃষ্টি হয়, তাহলে তুমি আবারও বিশ্বের সেরা একজন হিসেবে নির্বাচিত হতে পারবে।
×