ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এলিনা-এনায়েতের উদ্যোগ ...

প্রকাশিত: ০৭:২৩, ২৫ এপ্রিল ২০২০

 এলিনা-এনায়েতের উদ্যোগ ...

স্পোর্টস রিপোর্টার ॥ সমগ্র বিশ্বের মতো বাংলাদেশও কোভিড-১৯ নামের প্রাণঘাতী ব্যাধিতে আক্রান্ত। প্রতিনিয়তই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। সর্বত্রই আতঙ্ক বিরাজমান। সবকিছুর মতো দেশের ক্রীড়াঙ্গনও স্থবির হয়ে পড়েছে। যারা দুস্থ ও নিম্ন আয়ের ক্রীড়াবিদ, তারা আছেন খাদ্য সঙ্কটে। দেশের ব্যাডমিন্টনও এর বাইরে নয়। এ অবস্থায় ব্যাডমিন্টন-পরিবারের জন্য এগিয়ে এসেছেন শাটলার দম্পত্তি এনায়েত উল্লাহ খান এবং এলিনা সুলতানা (উভয়েই বিডাব্লিউএফ সার্টিফাইড লেভেল-টু কোচও বটে)। তারা ফেসবুকে ভিন্ন ভিন্ন ভিডিও বার্তায় শনিবার জানান, করোনা ক্রান্তিকালে তারা কিছু করতে চান। এনায়েত বলেন, ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধকেও হার মানিয়েছে কোভিড-১৯ এর ভয়াবহতা। এজন্য ব্যাডমিন্টন কোচেস এ্যাসোসিয়েশন বাংলাদেশের পক্ষ থেকে আমরা একটি কার্যক্রম হাতে নিয়েছি, সেফ দ্য লাইফ। ৫০ ব্যাডমিন্টন কোচের সমন্বয়ে গঠিত এই সংস্থা থেকে ১০০ পরিবারকে আমরা এক মাসের জন্য খাবার ও ওষুধপত্র দেব। এই নিশ্চয়তা আমরা দিচ্ছি। এই সাহায্য মূলত নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত শ্রেণীর কোচ ও শাটলারদের জন্য।’
×