ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দেশের করোনা পরিস্থিতি জানিয়েছেন নিজামউদ্দিন

প্রকাশিত: ০৭:২২, ২৫ এপ্রিল ২০২০

 দেশের করোনা পরিস্থিতি জানিয়েছেন নিজামউদ্দিন

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বে করোনাভাইরাসের সংক্রমণের প্রকোপে বন্ধ হয়ে আছে ক্রীড়াঙ্গনের সার্বিক কার্যক্রম। অনেক ইভেন্ট স্থগিত হয়ে গেছে এবং আরও হচ্ছে। ক্রিকেটাঙ্গনেও এর ধাক্কা লেগেছে। বাংলাদেশ ক্রিকেট দলেরও কয়েকটি সিরিজ স্থগিত হয়ে গেছে। বিশ^ ক্রিকেটের সার্বিক এই অবস্থা নিয়ে বিভিন্ন বোর্ডের প্রধান নির্বাহীরা (সিইও) নিয়ে অনুষ্ঠিত হয়েছে ভিডিও কনফারেন্স। এ সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন বাংলাদেশে মহামারী করোনার সর্বশেষ অবস্থা ও ক্রিকেটে এর প্রভাব সম্পর্কে অবহিত করেছেন। এ সময় স্থগিত হওয়া সিরিজ নিয়ে কথা হলেও তা পরবর্তীতে কিভাবে আয়োজন করা হবে সে ব্যাপারে সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন নিজামউদ্দিন। করোনাভাইরাসের প্রভাবে বাংলাদেশের ক্রিকেটও বিরাট ক্ষতির মধ্যে পড়েছে। এর কারণে পাকিস্তানে তৃতীয় ধাপে গিয়ে ১ টেস্ট ও ১ ওয়ানডে খেলা, আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি২০ সিরিজ এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ বাতিল হয়ে গেছে। এমনকি এ বছর নির্ধারিত অপর সূচীগুলোও বাতিল হওয়ার শঙ্কায় রয়েছে। আইসিসি কেবলমাত্র সদস্য দেশগুলোর কাছ থেকে সর্বশেষ অবস্থা ও তথ্য নিয়েছে। কিন্তু কোন সিদ্ধান্ত দেয়নি উল্লেখ করে নিজামউদ্দীন বলেন, ‘স্থগিত হয়ে যাওয়া সিরিজগুলো ভবিষ্যতে কীভাবে আয়োজন করা যায় মূলত তা নিয়েই আলোচনা হয়েছে।’ কিন্তু সেখানে কোন সিদ্ধান্ত হয়নি। অবশ্য ১ মাস পরেই আইসিসি আরেকটি টেলিকনফারেন্স আয়োজন করবে বলেও জানিয়েছেন নিজামউদ্দিন। তখন এ বিষয়ে কোন সিদ্ধান্ত হতে পারে। আপাতত বাংলাদেশে করোনার প্রভাবে ক্রিকেটাঙ্গনের পরিস্থিতি জানিয়েছেন তিনি। নিজামউদ্দিন বলেন, ‘ভিডিও কলে পূর্ণ সদস্য ১২ দেশ ও সহযোগী তিন দেশের প্রতিনিধিরা একত্রিত হয়ে আগামী দিনগুলোতে সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবেলা করার অঙ্গীকার করেছেন। বৈঠকে অংশগ্রহণকারী সকলের কাছ থেকে তাদের দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে শুনেছি। আমরা আমাদের করোনাভাইরাস আপডেট দিয়েছি। ভৌগোলিক অবস্থান এবং এ মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে আমাদের সময় উপোযোগী ব্যবস্থার কারণে অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে মৃত্যু ও সংক্রমণের হার অনেক কম।’
×