ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিপাকে শূটাররা

প্রকাশিত: ০৭:২০, ২৫ এপ্রিল ২০২০

 বিপাকে শূটাররা

স্পোর্টস রিপোর্টার ॥ করোনাভাইরাসের কারণে অলিম্পিক গেমসের প্রস্তুতিতে বাধা পড়ায় বিপাকে পড়েছেন বাংলাদেশের শূটাররা। অন্যান্য খেলার মতো এই খেলায় একা স্কিল অনুশীলন করার সুযোগ না থাকায় ছন্দ হারাচ্ছেন তারা। এমনটাই জানিয়েছেন অলিম্পিক গেমসের ক্যাম্পে থাকা শূটার রিসালাত ইসলাম। তরুণ শূটার অর্ণব সারাহ লাদিফ চেষ্টা করছেন নিজেকে শারীরিকভাবে ফিট রাখার। আবারও চিরচেনা রেঞ্জে ফিরতে অপেক্ষায় তিনি। করোনার প্রভাবে ক্রিকেট-ফুটবলের পর সবচেয়ে বেশি আন্তর্জাতিক ইভেন্ট আটকে গেছে শূটিংয়ের। অলিম্পিক, শূটিং বিশ্বকাপসহ বন্ধ সব ইভেন্ট। দেশে করোনা আক্রান্তের পর স্থগিত করা হয়েছে ঘরোয়া সব টুর্নামেন্টও। স্কলারশিপ প্রোগ্রামের আওতায় ওয়াইল্ড কার্ড নিয়ে অলিম্পিকে অংশ নিতে লম্বা সময় ধরে ক্যাম্পে ছিলেন শূটাররা। হঠাৎ করোনার ভয়াল থাবায় বন্ধ ঘোষণা হয়েছে ক্যাম্প। খুব শীঘ্রই ফেরার সম্ভাবনাও নেই। যা নিয়ে বেশ চিন্তিত শূটার রিসালাত। খুব শীঘ্রই সঙ্কট কেটে যাবে বলে প্রত্যাশা তার। পাশাপাশি ক্যাম্প চলছিল ঘরোয়া বড় দুই আসরের জন্য। বাংলাদেশ গেমস এবং বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু শূটিং চ্যাম্পিয়নশিপ। তরুণ শূটারা প্রত্যাশায় ছিলেন এই দুই টুর্নামেন্টে ঘিরে। সকাল-সন্ধ্যা করেছেন অনুশীলনও। কিন্তু করোনার কারণে ঘরোয়া টুর্নামেন্টগুলো বন্ধ হয়ে যাওয়ায় সময় কাটছে অবসরে।
×