ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নিলামে উঠছে মাশরাফির স্মারক

প্রকাশিত: ০৭:২০, ২৫ এপ্রিল ২০২০

 নিলামে উঠছে মাশরাফির  স্মারক

স্পোর্টস রিপোর্টার ॥ নিঃসন্দেহে বাংলাদেশ ক্রিকেটের সফলতম অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তার হাত ধরেই বাংলাদেশ ক্রিকেটে এসেছে বেশ কিছু স্মরণীয় মুহূর্ত। বাংলাদেশ ক্রিকেটের একজন সমর্থকের জন্য মাশরাফির সঙ্গে দেখা করাটাও যে অনেক বড় পাওয়া। সুযোগ এসেছে মাশরাফির ব্যবহৃত জার্সি পাওয়ার কিংবা তার ব্যবহৃত বুট (কেডস) বা পছন্দের জিনিস। লুফে নেয়া ছাড়া উপায় আছে? তেমনটাই হতে যাচ্ছে। সমর্থকদের জন্য এই সুযোগটা করে দিচ্ছে ‘অকশন ফর এ্যাকশন’। এই স্বারক থেকে পাওয়া অর্থ ব্যয় হবে করোনা আক্রান্ত ও এই সময়ে দুস্থ মানুষদের সহায়তায়। তবে কবে নাগাদ মাশরাফির জার্সি ও বুট নিলামে উঠানো হবে এ নিয়ে নির্দিষ্ট করে কিছু জানা যায়নি এখনও। সাকিব আল হাসানের বিশ্বকাপ মাতানো ব্যাট নিলামে তুলে আত্মপ্রকাশ করে অকশন ফর এ্যাকশন নামক নিলাম প্লাটফর্মটি। সাকিবের ব্যাটটি পাওয়ার জন্য দেশ-বিদেশ থেকে ব্যাপক সাড়া পড়ে। শেষ পর্যন্ত ২০ লাখ টাকায় কিনে নেন একজন যুক্তরাষ্ট্র প্রবাসী। মাশরাফি তার বেশকিছু স্বারক নিলামে তুলতে যাচ্ছেন। সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল তার অভিষেক ম্যাচের ব্যাট, ২০০৫ সালে ন্যাটওয়েস্ট সিরিজে অস্ট্রেলিয়াকে হারানোর দিনে সেঞ্চুরি করা ব্যাট ও মুশফিকুর রহীম তার প্রথম ডাবল সেঞ্চুরির ব্যাট নিলামে তুলছেন বলে ঘোষণা দেন এরমধ্যে।
×