ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ধামইরহাটে গ্রাম পুলিশের পোষাক পরে ছিনতাই

প্রকাশিত: ০৬:৪৯, ২৪ এপ্রিল ২০২০

ধামইরহাটে গ্রাম পুলিশের পোষাক পরে ছিনতাই

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ নওগাঁর ধামইরহাটে গ্রাম পুলিশের পোষাক পরে মোবাইল ফোন ছিনতাই করেছে মুখোশধারী ছিনতাইকারীর দল। বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার ফতেপুর-মাতাজী সড়কের প্রেমতলী নামকস্থানে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাইকারীর কবলে পড়া মো.আরিফ হোসেন (১৪) বলেন, বাইসাইকেল যোগে কানাইকাশিম্বী বোনের বাড়ি থেকে নিজ বাসায় ফিরছিলেন। পথে ফতেপুর-মাতাজী সড়কের প্রেমতলী নামকস্থানের সামান্য দক্ষিণে আসামাত্র একটি মোটর সাইকেলে দুইজন আরোহী এসে তার সাইকেলের গতিরোধ করে। এ সময় মুখোশধারী ছিনতাইকারীর দল তার কাছ থেকে ১০ হাজার টাকা মূল্যের একটি স্মার্টফোন ছিনতাই করে মাতাজীর দিকে রওনা দেয়। একজন ছিনতাইকারীর শরীরে গ্রাম পুলিশের পোষাক পরিহিত ছিল। তবে পোষাকে নাম বা নম্বর ছিল না। আরিফ উপজেলার আড়ানগর সোনারপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। এব্যাপারে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো.শামীম হাসান সরদার জানান,এখন পর্যন্ত এ বিষয়ে তাকে কেউ অবগত করেননি। অভিযোগ পেলে মোবাইল ফোন উদ্বারসহ ওই ছিনতাইকারীকে আটক করার সর্বাত্মক চেষ্টা চালানো হবে।
×