ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চটেছেন আমিরাত প্রিন্সেস

প্রকাশিত: ০৬:২৯, ২৫ এপ্রিল ২০২০

 চটেছেন আমিরাত প্রিন্সেস

করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইতে ভারতে মুসলিমদের অন্যায়ভাবে আক্রমণের শিকার হতে হচ্ছে বলে অর্গানাইজেশন ফর ইসলামিক কোঅপারেশন বা ওআইসি প্রকাশ্য অভিযোগ এনেছে। এমন কী, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের প্রভাবশালী ব্যক্তিত্বরাও কোন কোন ভারতীয়র মুসলিম বিদ্বেষী মন্তব্যের বিরুদ্ধে প্রকাশ্যে সরব হয়েছেন। গত বছর সংযুক্ত আরব আমিরাত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মানে ভূষিত করে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানও ভারতে এসে মোদিকে তার ‘বড় ভাই’ বলে সম্বোধন করে গেছেন। সার্বিকভাবে উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর সঙ্গে ভারতের অর্থনৈতিক ও স্ট্র্যাটেজিক ঘনিষ্ঠতা যে ক্রমবর্ধমান, সেটাও কোন নতুন খবর নয়। তবে চলমান করোনাভাইরাস সঙ্কটের সময় সেই ঘনিষ্ঠতাতেই কিন্তু ফাটলের আভাস দেখা যাচ্ছে। আমিরাতের রাজকুমারী হেন্দ আল কাসিমি ক’দিন আগে সে দেশে কর্মরত এক ভারতীয় হিন্দুর বেশ কিছু আপত্তিকর ও মুসলিম বিরোধী টুইটের স্ক্রিনশট দিয়ে তাকে হুঁশিয়ারি দেন, ‘যে দেশে রুটি রুজি কামাচ্ছেন তাদের বিরুদ্ধে ঘৃণা ছড়ালে সেটা কিন্তু উপেক্ষা করা হবে না।’ পরে চলতি সপ্তাহে এক ভারতীয় সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাতকারে তিনি বলেন, ‘ওই ব্যক্তি যেভাবে ইসলাম নিয়ে বিদ্রুপ করেছেন এবং ১৪০০ বছরের প্রাচীন এক ধর্মকে গাধাদের ধর্ম বলে গালি দিয়েছেন তা মেনে নেয়া যায় না। হ্যাঁ, আমিরাতকে গড়ে তোলার পেছনে ভারতীয়দের অবদানকে আমরা সম্মান করি, তাদের পরিবারের অংশ বলে মনে করি, ফলে আমি লজ্জিত যে একজন ভারতীয় এমন কথা বলতেও পারেন।’ -বিবিসি
×