ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

করোনা ভ্যাকসিনের প্রাথমিক পরীক্ষা ব্যর্থ

প্রকাশিত: ০৬:২৮, ২৫ এপ্রিল ২০২০

 করোনা ভ্যাকসিনের প্রাথমিক পরীক্ষা ব্যর্থ

যুক্তরাজ্যে বৃহস্পতিবার কোভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসায় ‘রেমডেসিভির’ নামে করা প্রথম প্রাথমিক ক্লিনিক্যাল টেস্ট ব্যর্থ হয়েছে। ধারণা করা হয়েছিল যে, ‘রেমডেসিভির’ কোভিড-১৯ চিকিৎসায় কার্যকর হতে পারে। এদিকে চীনের পরীক্ষায়ও ওষুধটির সফলতা পাওয়া যায়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) শুক্রবার এ কথা জানিয়েছে। জানা যায়, যুক্তরাজ্য ও চীনের তৈরি ‘রেমডেসিভির’ রোগীর শারীরিক অবস্থা পরিবর্তনে ব্যর্থ হয়েছে। অসাবধানতাবশত প্রকাশ পাওয়া ডব্লিউএইচওর এক খসড়া নথিতে বলা হয়, চীনা ক্লিনিক্যাল ট্রায়ালে ‘রেমডেসিভির’ সফল হয়নি। সম্প্রতি ২৩৭ করোনা রোগীর মধ্যে দৈবচয়নের মাধ্যমে কাউকে কাউকে রেমডিসিভির ওষুধটি দেয়া হয়। বিপরীতে বাকি রোগীদের দেয়া হয় উপসর্গ অনুসারে সাধারণ চিকিৎসা। এক মাস পর ফলাফলে দেখা যায়, রেমডেসিভির দেয়া রোগীদের মধ্যে ১৩.৯ শতাংশ মারা গেছেন। অন্যদিকে সাধারণ চিকিৎসা দেয়া রোগীদের মধ্যে মারা গেছেন ১২.৮ শতাংশ। বিভিন্ন রকম পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে এর পরপরই রেমডেসিভির ওই ক্লিনিক্যাল ট্রায়াল বন্ধ করে দেয়া হয়। - বিবিসি
×