ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মহামারীর প্রথম পর্যায়ে জার্মানি

প্রকাশিত: ০৬:২৮, ২৫ এপ্রিল ২০২০

 মহামারীর প্রথম পর্যায়ে জার্মানি

জার্মানিতে করোনাভাইরাস পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও বিপদের ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছেন চ্যান্সেলর এ্যাঙ্গেলা মের্কেল। তিনি জানান, জার্মানি এখনও মহামারীর প্রথম পর্যায়েই আছে। করোনাভাইরাস সঙ্কট মোকাবেলায় সরকারের নীতিমালা নিয়ে বৃহস্পতিবার পার্লামেন্টে দেয়া ভাষণে মের্কেল একথা বলেন। জার্মানবাসীকে সংযম ও নিয়মানুবর্তিতার মধ্য দিয়ে করোনাভাইরাস মহামারী মোকাবেলার আহ্বান জানান তিনি। এএফপি। জার্মানিতে প্রায় এক মাসের কড়াকড়ির পর করোনাভাইরাস সংক্রমণের হার কমায় গত সোমবার থেকেই কিছু বিধিনিষেধ শিথিল করেছে সরকার। চালু হয়েছে কিছু দোকানপাট। এ সময়ে মানুষ যাতে সামাজিক দূরত্ব বিধি মানার কথা ভুলে না যায় এবং যতটুকু সাফল্য এসেছে তা নষ্ট করে পুরোপুরি স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে না যায় সেই সতর্কবার্তাই দিয়েছেন মের্কেল। তিনি বলেন, ‘আমরা মহামারীর শেষ ধাপে দাঁড়িয়ে নেই, এখনও এর শুরু মাত্র। এ সঙ্কট পেরোতে এখনও অনেক পথ বাকি।’ মের্কেলের মতে, করোনাভাইরাস সংক্রমণ এড়াতে অদূর ভবিষ্যতেও মানুষকে অনেক কড়াকড়ি মানতে হবে? ধাপে ধাপে কিছু নিয়মবিধি শিথিল করা হলেও সার্বিকভাবে কড়াকড়ি মেনে চলতে হবে? করোনাভাইরাস মহামারী গণতন্ত্রের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠেছে এবং মানুষের অধিকার খর্ব হচ্ছে বলে উল্লেখ করেছেন চ্যান্সেলর মের্কেল। তবে করোনাভাইরাস ঠেকাতে মানুষের অনেক মৌলিক অধিকার খর্ব করা এবং গণতান্ত্রিক অধিকারকে সীমিত করার মতো কঠোর বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত নেয়া তার জন্য কতটা কঠিন ছিল সে কথাও তিনি স্মরণ করিয়ে দিয়েছেন।
×