ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বরগুনায় দু'জন করোনামুক্ত, বাড়ি পৌঁছে দিলো স্বাস্থ্য বিভাগ

প্রকাশিত: ০৬:২৩, ২৪ এপ্রিল ২০২০

বরগুনায় দু'জন করোনামুক্ত, বাড়ি পৌঁছে দিলো স্বাস্থ্য বিভাগ

নিজস্ব সংবাদদাতা, বরগুনা ॥ বরগুনায় প্রথমবারের মতো করোনা রোগ থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন দু'জন। শুক্রবার(২৪/৪) বিকেল ৩টার দিকে তাঁরা বরগুনা জেনারেল হাসপাতাল থেকে বাড়ি ফিরে যান। বরগুনা স্বাস্থ্য বিভাগ নিজস্ব পরিবহনে তাঁদের বাড়ি পৌঁছে দেয়। সুস্থ হওয়া দুজন হলেন হিরণ খান (৩৮) ও সেলিম মিয়া (৬০)। এদের মধ্যে হিরণ খানের বাড়ি সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের ঘটবাড়িয়া গ্রামে। আর সেলিম এর বাড়ি সদর উপজেলার ৭ নং ঢলুয়া ইউনিয়নের রায়ভোগ গ্রামে। সেলিম মিয়া তাবলিগ থেকে ফিরে বরগুনা হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ভর্তি হন। অন্যদিকে হিরণ খান নারায়ণগঞ্জের কাচপুর এলাকা থেকে করোনা উপসর্গ নিয়ে বাড়িতে আসেন।পরে তাকে বরগুনা হাসপাতালে ভর্তি হন। তাঁদের দুজনেরই নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয় ১১ এপ্রিল।বরগুনা সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, সুস্থ হওয়া দুজনেরই যথ্রাক্রমে ১৯ এবং ২৩ এপ্রিল দুই-দুইবার নমুনা পরীক্ষাশেষে করোনা নেগেটিভ এসেছে। সর্বশেষ নেগেটিভ রিপোর্ট আসার পরই তাঁদের দুজনকেই ফুল দিয়ে বরণ করে নেন বরগুনা জেনারেল হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট এবং করোনা বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক ডা. কামরুল আজাদ এবং সিনিয়র মেডিক্যাল টেকনোলজিস্ট সুভাষ দত্তসহ সংশ্লিষ্ট সকল স্বাস্থ্যকর্মী। এরপর তাঁদের দুজনকেই হাসপাতালের নিজস্ব পরিবহনে নিজ নিজ বাড়ি পৌঁছে দেওয়া হয়।
×