ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বেতন কম নিচ্ছেন লুইস এনরিকে

প্রকাশিত: ০৬:১৩, ২৪ এপ্রিল ২০২০

বেতন কম নিচ্ছেন লুইস এনরিকে

স্পোর্টস রিপোর্টার ॥ করোনা পরিস্থিতিতে বেতন কম নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন স্পেনের জাতীয় ফুটবল দলের কোচ লুইস এনরিকে। বেতনের এক চতুর্থাংশ কম নেয়ার ঘোষণা দিয়েছেন তিনি। এর ফলে প্রায় সাড়ে ৩ লাখ ইউরো আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে পারবে দেশটির ফুটবল ফেডারেশন। প্রায় ছয় মাস মাঠে বল না গড়ালেও জাতীয় দলের কারো বেতন কাটার সিদ্ধান্ত নেয়নি দেশটির ফুটবল ফেডারেশন। তবে দায়িত্ববোধ থেকেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে এক ভিডিও বার্তায় জানিয়েছেন স্প্যানিশ কোচ লুইস এনরিকে।
×