ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

করোনার গুচ্ছ ছড়া

প্রকাশিত: ০৫:৫৬, ২৫ এপ্রিল ২০২০

  করোনার গুচ্ছ ছড়া

(এক) করোনারে করোনা কাউকে তুমি ধরো না অন্য দিকে সরো না কারো ক্ষতি করো না। (দুই ) সময় কাটে না বাইরে কেউ হাঁটে না করোনার বিরুদ্ধে কোনো বুদ্ধি খাটে না? (তিন) ফেবুরা আজ বাসায় থাকি বন্ধু, করো না ডাকাডাকি উড়ছে উড়ুক ঘুরুক পাখি আর করি না মাখামাখি নিজকে এখন ঘরেই রাখি ভালো থাকি ভালো রাখি। (চার) গৃহবন্দী করোনা ভাইরাসে যা করুণ অবস্থা ইতিহাসে ভয়াবহ! এই পৃথিবী হাসে সতর্ক আমরা আছি আশেপাশে। (পাঁচ ) নিল ডাউন শুনেছি লাইন ডাউন শুনেছি কিন্তু লক ডাউন? কারে কয়, বুঝতে পাউন? ঘরেই থাউন, বন্দী থাউন বাইরে যাউন? লাইফ ডাউন! অল্প কিনুন, অল্প খাউন নিয়ম কানুন মেনে থাউন মাত্র ক’দিন কষ্টে থাউন মোটাতাজা চিটা কাউন এই করোনা ক্রিয়াবাচক নয় তো এটা কমন নাউন!
×