ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সোনারগাঁয়ে কৃষকদের ধান কাটার দায়িত্ব নিলেন ইউএনও

প্রকাশিত: ০৪:৪৮, ২৪ এপ্রিল ২০২০

সোনারগাঁয়ে কৃষকদের ধান কাটার দায়িত্ব নিলেন ইউএনও

নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ ॥ সরকারি সিদান্তে কৃষকদের পাশে দাড়িয়েছে সোনারগাঁ উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ সাইদুল ইসলাম। শ্রমিক সংকটের কারনে সোনারগাঁয়ে কৃষকদের ধান কাটার দায়িত্ব নিয়েছেন তিনি । প্রতিবছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে মৌসুমী শ্রমিকরা এখানে এসে ধান কেটে দিত। করোনা ভাইরাসের সংক্রমন নারায়ণগঞ্জ জেলায় বেশী থাকায় অন্যান্য বছরের ন্যায় বাইরের জেলা থেকে অনেক মৌসুমি শ্রমিক নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আসতে চাচ্ছেন না। এর ফলে কৃষকদের বিপুল পরিমাণ ধান জমিতেই নষ্ট হয়ে যেতে পারে! সেজন্য সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইদুল ইসলাম কয়েকটি স্বেচ্ছাসেবক টিম গঠন করে নিজে সাথে থেকে কৃষকদের মাঠের জমির ধান কেটে দেয়ার ইতিমধ্যে প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি সোনারগাঁ উপজেলা প্রশাসন পেইজে স্বেচ্ছাসেবক টিম চেয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন।
×