ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যশোরে আইসোলেশনে থাকা দুজনের মৃত্যু

প্রকাশিত: ০৪:১৩, ২৪ এপ্রিল ২০২০

যশোরে আইসোলেশনে থাকা দুজনের মৃত্যু

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ করোনাভাইরাসের উপসর্গ নিয়ে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ৬০ বছরের বৃদ্ধ ও ২৪ বছর বয়সী এক গর্ভবতী নারীর মৃত্যু হয়েছে। তাদের করোনার নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টার ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এছাড়া মৃত দুইজনের সংস্পর্শে আসা আরো ৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তাদেরকে হাসপাতালের আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে। যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. আরিফ আহমেদ জানান, ঝিকরগাছা উপজেলার বর্নি গ্রামের শাকিলা খাতুন (২৪) নামে গর্ভবতী মহিলা মারা গেছেন। সে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টায় হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি হয়। রাতে তার মৃত্যু হয়। অপর দিকে ৬০ বছর বয়সী বৃদ্ধ চৌগাছা উপজেলার জামিরা গ্রামের বাসিন্দা। তিনিও করোনাভাইরাসের উপসর্গ নিয়ে বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টায় হসপিটালে ভর্তি হন। ভোর ৪ টার দিকে তার মৃত্যু হয়। তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে। তাদের সংস্পর্শে আসা ৫ জনকে হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়েছে এবং পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। করোনার সন্দেহভাজন রোগী হিসেবে তাদের দু’জনকে বিশেষ ব্যবস্থায় দাফন করা হবে। নিহতরা করোনায় আক্রান্ত ছিলেন কিনা তা রিপোর্ট হাতে আসার পরে নিশ্চিত হওয়া যাবে বলে জানান ডা. আরিফ আহমেদ।
×