ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভোলার লালমোহনে কৃষকদের মাঝে ধান কাটার যন্ত্র বিতরণ

প্রকাশিত: ০৪:১২, ২৪ এপ্রিল ২০২০

ভোলার লালমোহনে কৃষকদের মাঝে ধান কাটার যন্ত্র বিতরণ

নিজস্ব সংবাদদাতা, ভোলা ॥ ভোলার লালমোহনে কৃষকদের মাঝে ধান কাটার যন্ত্র কম্বাইন্ড হার্ভেস্টার বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলা পরিষদে কৃষি অধিদফতরের আয়োজনে প্রধান অতিথি হিসাবে ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন এ যন্ত্র কৃষকদের মাঝে প্রদান করেন। এ সময় তিনি বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকদের জন্য সরকারী ভর্তুকী দিচ্ছেন। ১০ টাকা দিয়ে কৃষক ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারছে, কৃষি উৎপাদন বেড়েছে। বঙ্গবন্ধু যেমন কৃষকদের ভালোবাসতেন, তেমনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কৃষকদের ভালোবাসেন। তিনি বলেন, কম্বাইন্ড হার্ভেস্টার দিয়ে মানুষ খুব সহজেই ধান কাটা ও মাড়াই করতে পারবেন। ২০ লাখ ৫০ হাজার টাকা মূল্যে কম্বাইন্ড হার্ভেস্টারে সরকার ভর্তুকী দিয়েছেন ১০ লাখ ২৫ হাজার টাকা। কৃষকরা খুব সহজে এ যন্ত্র দিয়ে ধান কাটতে পারবে। এসময় উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমি, উপজেলা কৃষি কর্মকর্তা এএসএম শাহাবুদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন প্রমূখ উপস্থিত ছিলেন।
×