ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

দ. কোরিয়ায় ৪০ দিনেও করোনায় মৃত্যু নেই

প্রকাশিত: ০০:০২, ২৪ এপ্রিল ২০২০

দ. কোরিয়ায় ৪০ দিনেও করোনায় মৃত্যু নেই

অনলাইন ডেস্ক ॥ করোনাভাইরাস মহামারির মধ্যে স্বস্তির সুবাতাস বইছে দক্ষিণ কোরিয়ায়। ৪০ দিনে প্রথমবার দেশটিতে করোনায় কোনো মৃত্যু নেই। শুক্রবার কোরিয়া সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (কেসিডিসি) এ খবর জানায়। মহামারির ব্যাপকতা কমে আসার লক্ষণ দেখা গেছে দেশটিতে। টানা চার দিন করোনায় আক্রান্তের সংখ্যা এক অঙ্কের মধ্যেই ছিল। জনস হপকিন্স বিশ্ববিদালয়ের তথ্য অনুযায়ী দক্ষিণ কোরিয়ায় করোনা আক্রান্ত ১০ হাজার ৭০৮ জন। কেসিডিসি জানিয়েছে, এর মধ্যে ২ হাজার জন চিকিৎসাধীন। বেশিরভাগ রোগীই সেরে উঠেছে। দক্ষিণ কোরিয়ার সরকার শুরু থেকেই করোনা পরীক্ষার ওপর গুরুত্ব দিয়েছে। বেশি বেশি পরীক্ষার কারণে সংক্রমণ নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে।
×