ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আবার কবে মাঠ নামতে পারব জানা নেই : নেইমার

প্রকাশিত: ২৩:৫১, ২৪ এপ্রিল ২০২০

আবার কবে মাঠ নামতে পারব জানা নেই : নেইমার

অনলাইন ডেস্ক ॥ বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম সেরা তারকা নেইমার জুনিয়র ঘরে ঘরে বসে থাকতে ফুটবল খেলার জন্য অস্থির হয়ে উঠেছেন। আবার কবে মাঠে নামতে পারবেন, তা জানা না থাকায় রীতিমতো উদ্বিগ্ন এ ব্রাজিলিয়ান তারকা। করোনাভাইরাসের কারণে লকডাউনের সময়টায় নিজের ফিটনেস নিয়েই কাজ করছেন নেইমার। দীর্ঘদিনের ফিজিক্যাল ট্রেইনার রিকার্ডো রোজা এ কাজে নেইমারকে সার্বক্ষণিক সহায়তা করছেন। তবে তাতেও মানসিক দিক থেকে খুব একটা ভালো অবস্থায় নেই নেইমার। তিনি বলেন, ‘আবার কবে খেলতে পারব তা জানা নেই। এ জিনিসটা আমাকে উদ্বিগ্ন করছে। আমি খেলা মিস করি, প্রতিযোগিতাটা মিস করি, ক্লাবের পরিবেশ, পিএসজির সতীর্থদের মিস করি। ফুটবলের জন্য এটা অনেক লম্বা সময়।’ খেলা স্থগিত হওয়ার আগে চলতি মৌসুমে প্যারিস সেইন্ট জার্মেইর হয়ে ২২ ম্যাচে ১৮ গোল করেছিলেন নেইমার। পুনরায় মাঠে নামতে উদগ্রীব তিনি, ‘আমি নিশ্চিত ভক্তরাও চায় শিগগিরই মাঠে ফুটবল ফিরুক। যত তাড়াতাড়ি হয় তত ভাল। আমি আশা করি সিদ্ধান্তটা অল্প দিনের মধ্যেই হয়ে যাবে।’ নেইমারের ট্রেইনার রোজা বলেন, ‘আপনাদের একটা বিষয় বুঝতে হবে যে, খেলোয়াড়রা কোন পরিবেশে সবচেয়ে ভালো অবস্থায় থাকে। আমি ট্রেনিং এবং নিউট্রিশনের মাধ্যমে নেইমারকে সেই পরিবেশটা দেয়ার চেষ্টা করছি। সবকিছুই করা হচ্ছে যেন তার পারফরম্যান্স আরও ভালো হয়।’
×