ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সমর্থন জানানোর জন্য সর্বোচ্চ নেতার প্রতি আইআরজিসি’র কৃতজ্ঞতা

প্রকাশিত: ২৩:১৯, ২৪ এপ্রিল ২০২০

সমর্থন জানানোর জন্য সর্বোচ্চ নেতার প্রতি আইআরজিসি’র কৃতজ্ঞতা

অনলাইন ডেস্ক ॥ ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আ আইআরজিসি’র প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি তার বাহিনীর প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করার জন্য সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আইআরজিসি সাফল্যের সঙ্গে দেশের প্রথম সামরিক উপগ্রহ ভূপৃষ্ঠের কক্ষপথে স্থাপন করার পর জেনারেল সালামিকে পাঠানো এক বার্তায় ওই সমর্থন ঘোষণা করেন সর্বোচ্চ নেতা।আইআরজিসি গত বুধবার নিজের প্রতিষ্ঠাবার্ষিকীতে সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি রকেট কাসেদ’র সাহায্যে সামরিক কৃত্রিম উপগ্রহ ‘নূর-১’কে পৃথিবীর কক্ষপথে স্থাপন করে। এরপর জেনারেল সালামিকে লেখা চিঠিতে সর্বোচ্চ নেতা বলেন, “প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে আইআরজিসি’র সব সদস্য ও তাদের পরিবারবর্গের প্রতি আমার অভিনন্দন রইল। তাদের চমৎকার কৃতিত্ব ও প্রচেষ্টার জন্য ধন্যবাদ। আমার দোয়া তাদের সঙ্গে রয়েছে।” সর্বোচ্চ নেতার ওই বার্তার জবাবে জেনারেল সালামি তার চিঠিতে লিখেছেন, তিনি আইআরজিসি’র প্রতিটি সদস্য তাদের পরিবারের পক্ষ থেকে সর্বোচ্চ নেতার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছেন। তিনি আরো লিখেছেন, আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী আইআরজিসি’কে শক্তিশালী হওয়ার যে অনুপ্রেরণা যুগিয়েছেন তা এ বাহিনীর সদস্যরা কৃতজ্ঞচিত্তে গ্রহণ করেছেন।
×