ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

করোনা: যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় ৩,১৭৬ জনের মৃত্যু

প্রকাশিত: ২৩:১৮, ২৪ এপ্রিল ২০২০

করোনা: যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় ৩,১৭৬ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ হাজার ১৭৬ জনের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এমনটি জানানো হয়। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বলা হয়, যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৮ লাখ ৬৬ হাজার ৬৪৬ জন। গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ২৬ হাজার ৯৭১ জন। এছাড়া করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত মারা গেছেন ৪৯ হাজার ৭৫৯ জন। ধারণা করা হচ্ছে, পর্যাপ্ত পরিমাণ টেস্ট করা হলে যুক্তরাষ্ট্রে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা এর চেয়ে আরো বেশি হতো। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়লেও যুক্তরাষ্ট্রের জর্জিয়া এবং টেক্সাস রাজ্য লকডাউন শিথিল করার প্রস্তুতি নেয়া হচ্ছে। এছাড়া লকডাউন শিথিল করে অর্থনীতি পুনরায় চালুর জন্য যুক্তরাষ্ট্রে বিভিন্ন রাজ্যে ইতিমধ্যেই বিক্ষোভ প্রদর্শিত হয়েছে। আর তাদেরকে সমর্থন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
×