ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

করোনা ভাইরাস ॥ সিঙ্গাপুরে আক্রান্তদের ৪০ ভাগ বাংলাদেশি

প্রকাশিত: ২৩:০৭, ২৪ এপ্রিল ২০২০

করোনা ভাইরাস ॥ সিঙ্গাপুরে আক্রান্তদের ৪০ ভাগ বাংলাদেশি

অনলাইন রিপোর্টার ॥ সিঙ্গাপুরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ। দেশটিতে মোট আক্রান্তের ৪০ শতাংশই বাংলাদেশি। এখন পর্যন্ত দেশটিতে বাংলাদেশিদের ২০টি ডরমেটরিতে ছড়িয়েছে কোভিড-নাইনটিন। এতো বিপুল সংখ্যক প্রবাসী ভাইরাসে আক্রান্ত হওয়ায়, চরম উদ্বেগে দিন কাটছে ১ লাখ ২০ হাজারের বেশি বাংলাদেশির। বর্তমানে সরকারি নজরদারিতে ডরমেটরিগুলোতে গৃহবন্দি রয়েছেন তারা। সিঙ্গাপুরে এভাবেই ডরমেটরিতে এক ঘরে থাকেন ১২ থেকে ১৫ জন প্রবাসী বাংলাদেশি। যাদের বেশিরভাগই শ্রমিক। কোভিড-নাইনটিন এমন ২০টি ডরমিটরিতে ছড়িয়ে পড়ায়, দেশটিতে বাংলাদেশি আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। শ্রমিকদের কাজ বন্ধ, দেশব্যাপী পহেলা জুন পর্যন্ত লকডাউন। এই সময়ে সিঙ্গাপুর সরকার তাদের বেতন পরিশোধের ঘোষণা দিয়েছে, দেয়া হচ্ছে বিনামূল্যে খাবার ও ওয়াইফাই সুবিধা।
×