ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জাতীয় পরিচয়পত্রের সেবা শুরু করবে ইসি

প্রকাশিত: ১২:১০, ২৪ এপ্রিল ২০২০

জাতীয় পরিচয়পত্রের  সেবা শুরু  করবে ইসি

জনকণ্ঠ ডেস্ক ॥ করোনাভাইরাসের কারণে দেশের মানুষের পাশে দাঁড়াতে জাতীয় পরিচয়পত্র সেবা অনলাইনে চালু করার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। শীঘ্রই এ সেবা চালু হবে। খবর ওয়েবসাইটের। এ বিষয়ে শনিবার এ কার্যক্রমের বিস্তারিত সাংবাদিকদের সামনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তুলে ধরবেন জাতীয় পরিচয়পত্র অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুল ইসলাম। জুম এ্যাপ ব্যবহার করে সংবাদ সম্মেলনে যুক্ত হতে পারবেন সাংবাদিকরা। এজন্য আগ্রহী সাংবাদিকদের জুম এ্যাপ ইনস্টল করার অনুরোধ জানিয়েছে ইসি। ভিডিও কনফারেন্সের সময়, জুমের আইডি ও পাসওয়ার্ড পরে জানিয়ে দেয়া হবে। স্কোয়াড্রন লিডার কাজী আশিকুজ্জামান, অপারেশন প্ল্যানিং এ্যান্ড কমিউনিকেশন-আইডিএ প্রকল্পের অফিসার ইনচার্জ বৃহস্পতিবার এ তথ্য জানান।
×